কক্সবাজারের রামুতে বৃষ্টির পানিতে ভেসে লোকালয়ে এসেছে ২০ কেজি ওজনের একটি অজগর সাপ।
বন বিভাগের লোকজন গিয়ে সেটিকে বনাঞ্চলে অবমুক্ত করেছেন।
উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের পূর্ব কাউয়ারখোপ মৈষকুম গ্রামে বুধবার সকাল ১০টার দিকে সাপটিকে দেখতে পান স্থানীয়রা।
স্থানীয় জাফর আলম জানান, গত তিন দিনের টানা বৃষ্টিতে বাকঁখালী নদীর পানি বেড়েছে। এ কারণে সাপটি উজান থেকে ভেসে এসেছে। বুধবার সকালে এটি মৈষকুম গ্রামের হাসান তালুকদারের পোল্ট্রি ফার্মের জালে আটকা পড়ে। পথচারীরা তা দেখে বন বিভাগে খবর দেন।
বন বিভাগের বাকঁখালী বিট কর্মকর্তা রবিউল হাসান নিউজবাংলাকে জানান, বেলা ১১টার দিকে বাকখালী বিটের মধ্যস্থতায় অজগর সাপটিকে পার্শ্ববর্তী বাদইজ্জা কুমস্থ সামাজিক বনায়নে অবমুক্ত করা হয়।
তিনি জানান, বিরল প্রজাতির এই অজগরটির ওজন ২০কেজি।