বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মহাসড়কজুড়ে ফুলের হাসি

  •    
  • ২৪ জুলাই, ২০২১ ১৫:১০

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনার মাধাইয়া, কাঠের পুল, বুড়িচংয়ের কাবিলা, সদর দক্ষিণের সুয়াগাজী, চৌদ্দগ্রামের মিয়া বাজার, চিওড়া পর্যন্ত সড়কবিভাজকে বেশি দেখা যায় জারুল ফুল।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে ছড়িয়ে পড়েছে ফুলের হাসি। সড়ক বিভাজকে ফুটেছে জারুল, টগর, কদম, রক্ত কবরী, হলুদ কবরীসহ নাম না জানা আরও কতো ফুল। তবে সব ফুলের ভিড়ে নিজের রাজত্ব সাজিয়েছে জারুল।

মহাসড়কের কুমিল্লার আলেখারচরে শুক্রবার দুপুরে গিয়ে দেখা যায় চট্টগ্রাম থেকে ট্রাক নিয়ে ঢাকায় যাবেন চালক হুমায়ুন কবির। পথিমধ্যে বিশ্রাম নিতে তিনি ট্রাক থামিয়েছেন। সড়ক বিভাজকে ফুল গাছের নিচে বসে থাকতে দেখা যায় তাকে।

তার সঙ্গে কথা বলেন নিউজবাংলার প্রতিবেদক। কবির বলেন, ‘যহন টেরাক লইয়া ছুডি তহন ফুলডি দেখলে ফাইন লাগে। মনে অয় বিদেশ টেরাক চালাইতাছি।’

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনার মাধাইয়া, কাঠের পুল, বুড়িচংয়ের কাবিলা, সদর দক্ষিণের সুয়াগাজী, চৌদ্দগ্রামের মিয়া বাজার, চিওড়া পর্যন্ত সড়কবিভাজকে বেশি দেখা যায় জারুল ফুল।

মহাসড়কের কুমিল্লা বুড়িচং উপজেলার কাবিলা অংশে একটি স্টেশনারী দোকান পরিচালনা করেন জামিল আহমেদ।

নিউজ বাংলাকে জামিল বলে, ‘গত তিনডা বছর ধইরা বিশ্বরোডের আইল্যানে ফুলডি ফুডে। সময় কইরা আমডাও গিয়া সেলফি তুলি। যহন সবডি ফুল ফুডে মারাত্মক সুন্দর লাগে।’

নিমসার অংশে একটি অভিজাত রেস্টুরেন্টের সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করেন বিকাশ চন্দ্র রায়। তিনি বলেন, ‘হোটেলে যেই স্যারেরা খাইতে আইয়ে তারা খাওনের পরে আইল্যান্ডের (সড়ক বিভাজক) এসে ছবি তুলে। সুযোগ পাইলে আমিও ছবি তুলি।’

ইস্টার্ন মেডিক্যাল কলেজের শিক্ষার্থী হাসিব জামান বলেন, আমি প্রতিদিনই হাইওয়ে ধরে কলেজে আসা যাওয়া করি। গত ৩ বছর ধরে দেখছি সড়ক বিভাজকে কখনো কদম, কখনো সোনালু, জারুল, রক্তকরবী ফুটে থাকে। প্রতি ঋতুতে সড়ক বিভাজকে নানান ফুল ফুটে। সত্যি দারুণ লাগে।

কুমিল্লা গার্ডেনাস সোসাইটির প্রতিষ্ঠিতা সভাপতি আবু নাঈম জানান, মহাসড়কে এখন জারুল ফুটে আছে। কিছুদিন আগে সোনালু ফুলও ছিল। এখন জারুলের পাশাপাশি রক্তকবরী, কদমসহ আরও বেশ কিছু ফুল গাছ রয়েছে।

সড়ক বিভাজকে ফুল গাছ লাগানো নিঃসন্দেহে চমৎকার উদ্যোগ। তবে ফুলগাছগুলোর যত্নআত্তি প্রয়োজন। তাহলে দীর্ঘ মেয়াদে ফুলের সৌন্দর্য উপভোগ করা যাবে। ফুল গাছের পাশাপাশি নানান জাতের ফল ও ঔষুধি গাছের চারা রোপণ করা যেতে পারে।

সৌন্দর্যের পাশাপাশি জারুলের রয়েছে ঔষধি গুণ। জ্বর, অনিদ্রা, কাশি সারতে জারুল খুবই উপকারী। এ ছাড়াও বাতের ব্যাথায় জারুলের পাতা বেটে প্রলেপ দিলে উপকার পাওয়া যায়।

শিকড় সিদ্ধ করা পানি মধুর সঙ্গে মিশিয়ে খেলে কাশি ভালো হয়। ডায়বেটিস রোগেও এর বীজ, ছাল ও পাতা ওষুধ হিসেবে ব্যবহৃত হয়।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মেহেরুন নেছা জানান, জারুল ফুল বাংলার চেরী ফুল হিসেবে বিবেচিত হয়। সৌন্দর্যের পাশাপাশি ঔষুধিগুনে অনন্য।

এ বিভাগের আরো খবর