চট্টগ্রামে কর্ণফুলী নদীর শাখা খাল থেকে একটি মৃত ডলফিন উদ্ধার করেছে স্থানীয় লোকজন।
বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদন্ডী ছন্দারিয়া খালের ১৩ নম্বর রেলওয়ে ব্রিজ এলাকা থেকে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ডলফিনটি উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা মো. ইউসুফ নিউজবাংলাকে জানান, বৃহস্পতিবার সকাল থেকে ডলফিনটি খালে ভাসতে দেখা যায়। পরে তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে বিষয়টি জানান। এরপর স্থানীয়রা মিলে ডলফিনটি উদ্ধার করে পাড়ে রেখেছেন।
পটিয়া রেঞ্জ কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘ডলফিনটির দৈর্ঘ্য প্রায় ৭ ফুট। এর শরীরে আঘাতের চিহ্ন আছে।’
চট্টগ্রামের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জার ইসমাইল হোসেন বলেন, ‘আমরা ঘটনাস্থলে যাচ্ছি। পচে না গেলে এর ময়নাতদন্ত করব। কিন্তু সে রকম অবস্থায় ডলফিনটি না থাকলে মাটিচাপা দিব।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় বলা হয়েছে, কর্ণফুলী, সাঙ্গু ও হালদা নদীতে ডলফিনের সংখ্যা প্রায় ১২৫টি।