চট্টগ্রাম চিড়িয়াখানায় ইনকিউবেটরে জন্ম নেয়া অজগরের ২৮টি বাচ্চাকে বনে অবমুক্ত করা হয়েছে।
সীতাকুণ্ডের ইকোপার্কে বুধবার সকাল ১০টার দিকে বাচ্চাগুলোকে অবমুক্ত করা হয়।
চিড়িয়াখানার ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও চা বোর্ডের উপসচিব রুহুল আমিন নিউজবাংলাকে জানান, গত ২২ জুন চট্টগ্রাম চিড়িয়াখানার ইনকিউবেটরে রাখা ৩১টি ডিম থেকে ২৮টি ফুটে বাচ্চা বের হয়। ডিম থেকে বাচ্চা বের হতে সময় লেগেছে ৬৭ দিন।
২২ দিন বয়সী বাচ্চাগুলো দুই ফুটের মতো লম্বা হয়েছে বলে জানান চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর শাহাদাৎ হোসেন শুভ।
এর আগেও ইনকিউবেটরে জন্ম নেয়া ২৫টি অজগরের বাচ্চাকে বনে অবমুক্ত করা হয়েছিল।
ডেপুটি কিউরেটর শাহাদাৎ হোসেন শুভ জানান, ২০১৯ সালের জুনে বাংলাদেশে প্রথমবারের মতো চট্টগ্রাম চিড়িয়াখানার তৈরি ইনকিউবেটরে অজগরের ২৫টি বাচ্চা ফোটানো হয়।
এই চিড়িয়াখানা শুধু বিনোদনের জন্য নয় বরং শিক্ষা ও গবেষণা নিয়েও কাজ করে বলে তিনি জানান।