বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সেই অজগর গারো পাহাড়ের বনে অবমুক্ত

  •    
  • ১৩ জুলাই, ২০২১ ২২:২৪

শ্রীবরদী উপজেলার বালিজুড়ি রেঞ্জ এলাকার গভীর বনে মঙ্গলবার বিকেলে অজগরটিকে অবমুক্ত করা হয়। বার্মিজ এই অজগরটি মধ্যবয়স্ক বলে জানিয়েছে বন বিভাগ।

জামালপুরের মাদারগঞ্জে সুপারিবাগান থেকে উদ্ধার করা ১০ হাত লম্বা সেই অজগরটিকে শেরপুরের গারো পাহাড়ের গভীর বনে অবমুক্ত করা হয়েছে।

শ্রীবরদী উপজেলার বালিজুড়ি রেঞ্জ এলাকার গভীর বনে মঙ্গলবার বিকেলে অজগরটিকে অবমুক্ত করা হয়। বার্মিজ এই অজগরটি মধ্যবয়স্ক বলে জানিয়েছে বন বিভাগ।শেরপুর জেলা বন বিভাগ সূত্রে জানা যায়, জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি তারতাপাড়া এলাকার হাফিজুর রহমানের সুপারিবাগানে ঘের দেয়া জালে সকালে অজগরটি আটকা পড়ে।

পরে জরুরি সহায়তা নম্বর ৯৯৯-এ ফোন করলে এ অঞ্চলের বন্য প্রাণী সংরক্ষণ বিভাগকে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা সাপটি উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। পরে বিকেলে শ্রীবরদী উপজেলার বালিজুড়ি রেঞ্জের গহিন বনে অজগরটিকে অবমুক্ত করা হয়।এ সময় উপস্থিত ছিলেন শেরপুর বন বিভাগের বন্য প্রাণী রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল আমিন, বন্য প্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার, বালিজুড়ি রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা রবিউল ইসলাম, বন প্রহরী মো. আব্দুল মোতালেবসহ বন বিভাগের বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারী।শেরপুর বন বিভাগের বন্য প্রাণী রেঞ্জ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘সাপটি আটকের খবর পেয়ে জামালপুর থেকে উদ্ধার করে আনার পর গারো পাহাড়ের গড়িন বনে ছেড়ে দিই। কারণ এ ধরনের অজগরের বসবাসের উপযুক্ত স্থান এই গারো পাহাড়। সাপটি ‘বার্মিজ পাইথন’ জাতের । গারো পাহাড়ের শালবনে এ ধরনের অজগরের বিচরণ রয়েছে।

এ বিভাগের আরো খবর