বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বন বিভাগে সেই লজ্জাবতী বানর

  •    
  • ৬ জুলাই, ২০২১ ০৯:০৯

বন বিভাগের দাঁতমারা বিট কর্মকর্তা মো. ইউনুস জানান, আপাতত বানরটি বন বিভাগের হেফাজতে রয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে বানরটি একটু অসুস্থ আর খুব ভয় পেয়েছে।

চট্টগ্রামের ফটিকছড়িতে স্থানীয়দের কাছ থেকে একটি লজ্জাবতী বানর উদ্ধার করেছে বন বিভাগ।

বানরটিকে মঙ্গলবার সকালে কাছের কোনো বনে উন্মুক্ত করে দেয়া হবে বলে জানিয়েছেন বন বিভাগের দাঁতমারা বিট কর্মকর্তা মো. ইউনুস।

এর আগে উপজেলার দাঁতমারা ইউনিয়নের বড় বেতুয়া গ্রাম থেকে সোমবার রাত ১১টার দিকে বানরটিকে উদ্ধার করা হয়।

স্থানীয় যুবক শহীদুল ইসলাম নিউজবাংলাকে বলেন, ‘রাত ১০টার দিকে বড় বেতুয়া এলাকার একটি কালভার্টের উপরে ওই প্রাণীটি দেখতে পেয়ে আটক করেন স্থানীয় কয়েকজন। শুরুতে প্রাণীটি কেউ চিনতে করতে না পারলেও এর একটি ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলে পরিচয় জানতে পারি।

‘পরে আমি বনবিভাগের স্থানীয় বিট কর্মকর্তাকে ফোনে বিষয়টি জানালে তাদের লোক এসে লজ্জাবতী বানরটিকে নিয়ে যায়।’

বন বিভাগের দাঁতমারা বিট কর্মকর্তা মো. ইউনুস জানান, খবর পেয়ে সোমবার রাত ১১টার দিকে লোক পাঠিয়ে লজ্জাবতী বানরটি উদ্ধার করা হয়। আপাতত বানরটি বন বিভাগের হেফাজতে রয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে বানরটি একটু অসুস্থ আর খুব ভয় পেয়েছে। আজ সকালে পশু চিকিৎসককে দেখিয়ে সব ঠিক থাকলে বানরটিকে কাছের কোনো বনে উন্মুক্ত করে দেয়া হবে।

Nycticebus bengalensis বৈজ্ঞানিক নামের এই প্রাণীটি বাংলায় লজ্জাবতী বানর বা লাজুক বানর হিসেবে পরিচিত৷ ইংরেজিতে এর নাম Bengal slow loris বা Northern slow loris । সাধারণত দেশের পাহাড়ি অঞ্চলে দেখা যায় এই বানর।

২০১০ সালে লজ্জাবতী বানরকে বিপন্ন প্রজাতির প্রাণী হিসেবে তালিকাভুক্ত করেছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার (আইইউসিএন)। তা ছাড়া এই বানর বাংলাদেশের ১৯৭৪ ও ২০১২ সালের বন্যপ্রাণী আইনের তফসিল-১ ভুক্ত সংরক্ষিত প্রাণী।

লরিসিডি পরিবারের সদস্য ছোট আকারের এই বানরটি নিশাচর প্রাণী। সাধারণত দিনের বেলায় পাহাড়ি অঞ্চলের গভীর বনে উঁচু গাছের ডালে উল্টো হয়ে ঝুলে থাকে। বনে পাখির ডিম, গাছের কচি পাতা ও বিভিন্ন পোকামাকড় খেয়েই বেঁচে থাকে প্রাণীটি।

এ বিভাগের আরো খবর