বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ডলফিন বিক্রির অভিযোগে জেলে গ্রেপ্তার

  •    
  • ৩ জুলাই, ২০২১ ২২:৩৩

কোচবিহারের তুফানগঞ্জের চর বালাভুতের কালজানি নদীতে জল ফেলে ডলফিনটি শিকার করেন আক্কাস আলি শেখ নামের এক জেলে। তিনি ডলফিনটিকে এক মাছ ব্যবসায়ীর কাছে বেচে দেন।

ভারতের কোচবিহারে ডলফিন বেচার অভিযোগে এক জেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। যিনি ডলফিনটি কিনেছিলেন তিনি পলাতক রয়েছেন।

শুক্রবার কোচবিহারের তুফানগঞ্জের চর বালাভুতের কালজানি নদীতে জল ফেলে ডলফিনটি শিকার করেন আক্কাস আলি শেখ নামের এক জেলে। তিনি ডলফিনটিকে এক মাছ ব্যবসায়ীর কাছে বেচে দেন।

ডলফিনটির ওজন ২৫ কেজি ছিল বলে জানা গেছে। মাছ ব্যবসায়ী ডলফিনটিকে কেটে বিক্রি করছিলেন। এই খবর পেয়ে সেখানে বনদপ্তরের কর্মীরা পৌঁছলে সমীর শেখ নামে ওই ব্যবসায়ী পালিয়ে যান। সেখান থেকে ডলফিনের কয়েক টুকরো উদ্ধার করেছেন বনদপ্তরের কর্মীরা। তুফানগঞ্জের দক্ষিণ চিলাখানার বাসিন্দা আক্কাসকে ডলফিন শিকারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচারের লাল তালিকায় আছে ডলফিন। একসময় পশ্চিমবঙ্গের নদীগুলোতে যথেষ্ট ডলফিন পাওয়া যেত। এখন আশঙ্কাজনকভাবে কমে গেছে। ডলফিনের সংখ্যা কি করে বাড়ানো যায় তা নিয়ে চিন্তিত সংশ্লিষ্ট বিভাগের কর্তারা।

২০০৯ সালের ৫ অক্টোবর ন্যাশনাল গঙ্গা রিভার বেসিন অথরিটির প্রথম বৈঠক বসে। সেখানে গঙ্গার ডলফিনকে ভারতের ন্যাশনাল অ্যাকোয়াটিক অ্যানিম্যাল হিসেবে ঘোষণা করা হয়।

বর্তমানে গঙ্গাতে ২৫০০ থেকে ৩০০০ এর মতো ডলফিন আছে বলে জানা গেছে। ২০৩০ সালের মধ্যে গঙ্গায় ডলফিনের সংখ্যা বাড়ানোর লক্ষ্যে ডাব্লিউ আই আই (ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এবং ডাব্লিউ ডাব্লিউ এফ (ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড) এর সহযোগিতায় গঙ্গায় ডলফিন বাড়ানোর কাজ করছে ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা (এনএমসিজি)।

এ বিভাগের আরো খবর