বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ফেসবুক লাইভে এসে বিপন্ন গন্ধগকুল হত্যা

  •    
  • ২ জুলাই, ২০২১ ২১:১৭

কর্ণফুলী উপজেলার এসিল্যান্ড সুকান্ত সাহা বলেন, ‘আমরা বন্য প্রাণী সংক্ষণ ও উজাড় আইন ২০১২ অনুযায়ী ওই যুবককে জরিমানা করেছি। তাকে সতর্ক ও করেছি। ফেসবুক থেকে লাইভ ভিডিওটি মুছে দেয়ার ব্যবস্থাও করেছি।’

চট্টগ্রামের কর্ণফুলীতে ফেসবুক লাইভে এসে বিপন্ন প্রজাতির গন্ধগকুল হত্যা করা হয়েছে। এ ঘটনায় ইসমাইল হোসেন নামের এক যুবককে দুই হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

উপজেলার বড়উঠান ইউনিয়নের দৌলতপুত গ্রামে শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাকে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহা।

বন বিভাগের পটিয়া রেঞ্জ অফিসার মো. মিজানুর রহমান জানান, সকালে কবুতর খাওয়ার দায়ে ফাঁদ পেতে গন্ধগকুলটিকে ধরেন ইসমাইল। সেটিকে পানিতে চুবিয়ে হত্যা করেন তিনি। হত্যার পুরো ঘটোনাটি ফেসবুক লাইভে দেখান তিনি। পরে বিষয়টি জানাজানি হলে তাকে আটক করে বন বিভাগ।

তিনি বলেন, ‘ঘটনাটি জেনে তাকে আটক করি। পরে এসিল্যান্ড সুকান্ত সাহা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে জরিমানা করেন।’

সুকান্ত সাহা বলেন, ‘আমরা বন্য প্রাণী সংক্ষণ ও উজাড় আইন ২০১২ অনুযায়ী ওই যুবককে জরিমানা করেছি। তাকে সতর্ক ও করেছি। ফেসবুক থেকে লাইভ ভিডিওটি মুছে দেয়ার ব্যবস্থাও করেছি।’

এই ধরনের ঘটনা যেন আর না ঘটে সেজন্য প্রশাসন ও বন বিভাগের কঠোর নজরদারি থাকবে বলেও জানান তিনি।

গন্ধগকুল (ইংরেজি নাম Large Indian Civet, বৈজ্ঞানীক নাম Viverra zibetha) অঞ্চলভেদে এশীয় তাল খাটাশ, ভোন্দর, ভাম, বাগডাসা লেনজা, সাইরেল বা গাছ খাটাশ নামে পরিচিত। তালের রস বা তাড়ি পান করে বলে তাড়ি বা টডি বিড়াল নামেও পরিচিত।

এগুলো মূলত নিশাচর প্রাণী। এরা সর্বভুক। এদের খাবার তালিকায় হাঁস, মুরগি, ছোট পাখি, পোকামাকড়, সাপ, ব্যাঙ থেকে শুরু করে বিভিন্ন ফল, বিভিন্ন গাছের শিকড় পর্যন্ত অন্তর্ভুক্ত।

আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) বিবেচনায় পৃথিবীর বিপন্ন প্রাণীর তালিকায় উঠে এসেছে এই প্রাণীটি। পুরোনো গাছ, বন-জঙ্গল কমে যাওয়ায় দিন দিন এদের সংখ্যা কমে যাচ্ছে। আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়াসহ বিভিন্ন স্থানে বিভিন্ন প্রজাতির গন্ধগোকুলের বাস।

বাংলাদেশের ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের তফসিল-১ অনুযায়ী এ প্রজাতিটি সংরক্ষিত।

এ বিভাগের আরো খবর