বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বৃষ্টির তীব্রতা কমতে আরও একদিন

  •    
  • ২ জুলাই, ২০২১ ২০:৫৭

‘এই বৃষ্টি নিম্নচাপ নয়, মৌসুমি বায়ুর প্রভাবে হচ্ছে। এটা চলতে থাকবে, তবে এর তীব্রতা কমবে। গত দুই-তিন দিন থেকে যে তীব্রতা আছে, এটা আশা করি আগামীকাল থেকে কমে যাবে।’

কাগজে-কলমে জুনের মাঝামাঝিতে বর্ষাকাল দেশে আসলেও এর প্রভাব বেশি থাকা জুলাইতে। তাই জুলাই মাসে দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হবে। আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে, গত চারদিন ধরে চলে আসা বৃষ্টির তীব্রতা আগামীকাল থেকে একটু কমতে পারে।

শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা রুহুল কুদ্দুস নিউজবাংলাকে বলেন, ‘জুলাই মাস জুড়েই বৃষ্টি থাকবে। এই মাসে আমাদের ধারণা অনুযায়ী, বৃষ্টিপাত হবে ২১ হাজার ৪৪৭ মিলিমিটার। যা দিন হিসেবে গড়ে ৬৮৮ মিলিমিটার।’

ভরা বর্ষায় যদি এই পরিমাণ বৃষ্টি হয় গড়ে, তাহলে এই মাসে বৃষ্টিহীন দিন পাওয়াই কঠিন হবে-বলছিলেন এই আবহাওয়াবিদ।

তিনি বলেন, ‘এই বৃষ্টি নিম্নচাপ নয়, মৌসুমি বায়ুর প্রভাবে হচ্ছে। এটা চলতে থাকবে, তবে এর তীব্রতা কমবে। গত দুই তিন দিন থেকে যে তীব্রতা আছে, এটা আশা করি আগামীকাল থেকে কমে যাবে।’

টানা বৃষ্টি হলেই দেশের বড় শহরগুলোতে জলাবদ্ধতার কারণে দুর্ভোগে পড়তে হয়

জুলাই মাসের পূর্বাভাসে বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে শুক্রবার বিকেল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ময়মনসিংহ, সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে, যার পরিমাণ ৪৮ মিলিমিটার থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত। বর্ষণের প্রভাবে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা আছে।

২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বন্যার আভাস

ব্রহ্মপুত্র নদের পানি সমতল স্থিতিশীল আছে, অপরদিকে যমুনা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। উভয় নদ-নদীর পানি সমতল আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত বাড়তে পারে।

গঙ্গা নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে, যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে, অপরদিকে পদ্মা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

সুরমা ব্যতীত দেশের উত্তর-পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকার প্রধান নদ-নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, যা আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও ভারত আবহাওয়া অধিদপ্তরের গাণিতিক মডেলের তথ্য অনুযায়ী, আগামী ৭২ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল, দক্ষিণ-পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন ভারতের হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গ, সিকিম, আসাম, মেঘালয় ও ত্রিপুরা প্রদেশের স্থানসমূহে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আছে।

এর ফলে এই সময়ে দেশের উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা, দুধকুমার, ব্রহ্মপুত্র, উত্তর-পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকা এবং দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পার্বত্য অববাহিকার প্রধান নদীসমূহের পানি সমতল সময় বিশেষে দ্রুত বৃদ্ধি পেয়ে কতিপয় স্থানে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত

বৃষ্টির পরিমাণ বাড়তে থাকায় অধিদপ্তর থেকে দেশের নদীবন্দরগুলোর জন্য ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বলা হয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রসহবৃষ্টি অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এ বিভাগের আরো খবর