রাঙ্গামাটিতে বেতার কেন্দ্র অফিস এলাকা সংলগ্ন ঝোপ থেকে বৃহস্পতিবার সকালে বানরটিকে আহত অবস্থায় উদ্ধার করেন কেন্দ্রের কর্মচারী রিপন চাকমা এবং রবি চাকমা।
রাঙ্গামাটিতে বিরল প্রজাতির একটি লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে।
রাঙ্গামাটিতে বেতার কেন্দ্র অফিস এলাকা সংলগ্ন ঝোপ থেকে বৃহস্পতিবার সকালে বানরটিকে আহত অবস্থায় উদ্ধার করেন কেন্দ্রের কর্মচারী রিপন চাকমা এবং রবি চাকমা।
রাঙ্গামাটি বনবিভাগকে বিষয়টি জানানো হলে সদরের রেঞ্জ অফিসার এস এম মাহবুবুল আলম বেতার কেন্দ্রের কর্মকর্তাদের কাছ থেকে বানরটিকে নিজেদের হেফাজতে নেন।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ সেলিম, আঞ্চলিক প্রকৌশলী আবু সায়েদ, সহকারী বার্তা নিয়ন্ত্রক এ এম নূরুল আমিনসহ অনেকে। পরে বানরটিকে চিকিৎসার জন্য প্রাণিসম্পদ হাসপাতালে নিয়ে যান বনবিভাগের কর্মকর্তারা।