মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হাঁস খেতে এসে লোকালয়ে ধরা পড়েছে একটি গুইসাপ। পরে এটিকে লাউয়াছড়া ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়।
উপজেলার নোয়াগাঁও গ্রাম থেকে বৃহস্পতিবার দুপুরে গুইসাপটি উদ্ধার করেন শ্রীমঙ্গলের বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল। পরে বিকেলে সাপটিকে লাউয়াছড়া ন্যাশনাল পার্কে অবমুক্ত করে সংগঠনটি।
সজল দেব নিউজবাংলাকে বলেন, ‘নোয়াগাঁওয়ের কোনাবাড়িতে লতিফ মিয়ার পালিত একটি হাঁসের বাচ্চা ধরে খাওয়ার সময় ওই বাড়ির লোকেরা গুইসাপটিকে দেখতে পান। পরে তারা আমাদের খবর দেন। গুইসাপটিকে উদ্ধার করে নিয়ে আসি আমরা।’
তিনি জানান, কিছুদিন পরপর খাবারের সন্ধানে বন্য প্রাণীরা লোকালয়ে চলে আসার খবর পাওয়া যায়। সেগুলোকে উদ্ধার করে জেলা বন বিভাগে জানান। তাদের নির্দেশে ওই প্রাণীগুলোকে বনে অবমুক্ত করে দেয় তাদের সংগঠন।