আওয়ামী লীগের প্রত্যেক কর্মী-সমর্থককে অন্তত তিনটি করে গাছ লাগাতে অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গণভবনে মঙ্গলবার সকালে কৃষক লীগের দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনের সময় তিনি এ অনুরোধ জানান।
ওই সময় প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আমাদের প্রত্যেকটা সহযোগী সংগঠন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটি নেতা-কর্মী, সমর্থক, মুজিব আদর্শে যারা বিশ্বাস করে প্রত্যেককে অন্তত তিনটি করে গাছ লাগাতে অনুরোধ করছি।
‘এর মধ্যে একটি ফলদ, একটি বনজ ও একটি ভেষজ। প্রত্যেকে অন্তত এ গাছটা লাগাবেন।’
তিনি বলেন, ‘প্রতিবছর আমরা কিন্তু পয়লা আষাঢ় আমাদের দল বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আমরা বৃক্ষ রোপণ করি এবং যেটা সব সময় উদ্যোগ নেয় বাংলাদেশ কৃষক লীগ। কৃষক লীগকে আন্তরিক ধন্যবাদ।
‘আশা করি এবারও ব্যাপকভাবে বৃক্ষরোপণ হবে। আমাদের সবুজ, শ্যামল বাংলাদেশ আরও সবুজ হোক।’
এ সময় গণভবনে একটি বরই ও একটি পলাশগাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী।
প্রতিবছর বর্ষাকালে সারা দেশে ব্যাপকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে আসছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো।