বাগেরহাটের মোংলায় একটি বাড়ির হাঁসের খোয়াড়ে পাওয়া গেছে অজগর সাপ। বনবিভাগের কর্মকর্তারা গিয়ে সেটি উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করেছে।
মোংলার সুন্দরবন ইউনিয়নের গোরাবুরবুড়িয়া গ্রামের বিধান হালদারের বাড়িতে মঙ্গলবার সকালে পাওয়া যায় অজগরটি।
বিধান হালদার বলেন, সকালে তার হাঁসের খোয়াড় খুলে অজগরটি দেখেন। সেখানে পড়ে ছিল একটি হাঁসের ক্ষত-বিক্ষত অংশ। পরে খুঁজে দেখেন তার পাঁচটি হাস মৃত। স্থানীয়দের মাধ্যমে বিষয়টি তিনি বনবিভাগকে জানান।
সুন্দরবন চাঁদপাই রেঞ্জের কাটাখালী ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেগনাথ সরকার বলেন, খাদ্যের সন্ধানে লোকালয়ে আসে সুন্দরবনের এই অজগরটি। এটি লম্বায় প্রায় আট ফুট। ওজন প্রায় ছয় কেজি।
তিনি জানান, দুপুরে ১২টার দিকে সুন্দরবনের কাটাখালী ফাঁড়ি সংলগ্ন বনে সাপটি অবমুক্ত করা হয়।