দিনাজপুরের ফুলবাড়ীতে বিলুপ্ত প্রজাতির একটি প্যাঁচা উদ্ধার করা হয়ছে।
ফুলবাড়ী পৌর এলাকার কাঁটাবাড়ী এলাকা থেকে বুধবার সকালে প্যাঁচাটি উদ্ধার করা হয়।
জানা গেছে, মঙ্গলবার রাতে ঝড়বৃষ্টির কবলে পড়ে গুরুতর আহত হয়ে প্যাঁচাটি কাঁটাবাড়ী এলাকার সম্রাটের বাড়ির উঠানে পড়ে থাকে। বুধবার সকালে একঝাঁক কাক আহত প্যাঁচাটিকে আক্রমণ করে।
বিষয়টি দেখে বাড়ির মালিক সম্রাট এগিয়ে এলে কাকের দল তাকেও আক্রমণ করে। পরে তিনি কাকগুলোকে তাড়িয়ে আহত প্যাঁচাটিকে উদ্ধার করে একটি খাঁচায় রাখেন।
সম্রাট বলেন, রাতে ঝড়বৃষ্টির সময় আহত হয়ে আমার বাড়ির উঠানে পড়ে ছিল প্যাঁচাটি। সকালে কাকের আওয়াজে আমি এগিয়ে দেখি একটি আহত প্যাঁচাকে কাকগুলো ঠোকরাচ্ছে। পরে প্যাঁচাটি উদ্ধার করতে গেলে কাকের দল আমাকে আক্রমণ করে। তারপর কাকগুলোকে তাড়িয়ে আমি প্যাঁচাটিকে উদ্ধার করে আমার চাচার বাড়িতে খাঁচায় রেখেছি।
সামাজিক বন বিভাগ মধ্যপাড়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল হাই বলেন, খাবারের অভাবে হয়তো প্যাঁচাটি শহরে এসে ঝড়বৃষ্টির শিকার হয়েছে। তবে যিনি উদ্ধার করেছেন, তিনি এখনো আমাদের কিছুই জানাননি। প্যাঁচাটি উদ্ধার করতে দ্রুত বন বিভাগের লোক পাঠানো হচ্ছে। উদ্ধার করে প্যাঁচাটিকে চিকিৎসা দেয়া হবে। সুস্থ হলে অবমুক্ত করা হবে।’
আব্দুল হাই জানান, এটা বিলুপ্তপ্রায় প্রজাতির প্যাঁচা। তবে এটা কোন প্রজাতির প্যাঁচা তা তিনি বলতে পারেননি।