ভারতের উত্তর প্রদেশের হাথরাস জেলায় মঙ্গলবার ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ১২১ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ঘটনার পরের দিন বুধবার বিষয়টি জানিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, প্রাণহানির ঘটনাটি ঘটে হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান সাতসঙ্গে।
পদদলিত হয়ে নিহত লোকজনের বড় অংশ নারী। কিছু শিশুরও প্রাণহানি হয়। এখনও শনাক্ত করা হচ্ছে নিহত লোকজনের পরিচয়।
হাথরাসের ফুলরাই গ্রামের ওই ঘটনাটির বর্ণনা দিয়েছেন বেঁচে আসা লোকজন।
দুর্ঘটনাটি কীভাবে ঘটল, তা এখনও পরিষ্কার নয়, তবে প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, অনুষ্ঠানস্থল থেকে বের হওয়ার পথটি ছিল অতি সংকীর্ণ। বের হওয়ার সময় প্রবল ধূলিঝড়ে সংশয়গ্রস্ত ও আতঙ্কিত হয়ে পড়েন অনেকে, যার ফলে তারা পদদলিত হন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী বিবিসিকে জানান, সবকিছু ঠিকঠাক চলছিল। হঠাৎ তিনি আর্তনাদের শব্দ শোনেন। কিছু বুঝে ওঠার আগেই একজনের ওপর আরেকজন পড়ে যাচ্ছিল।
তিনি আরও জানান, অনেকে চাপা পড়েন। তিনি সৌভাগ্যবানদের একজন, যার প্রাণ রক্ষা হয়েছে।