নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে বন্দুকহামলায় ৫১ মুসলিমকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করেছেন হামলাকারী ব্রেন্টন ট্যারান্ট।স্বঘোষিত এই শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীর আপিল শুনানির তারিখ নির্ধারণ না হলেও আপিল আদালতের একজন মুখপাত্র মঙ্গলবার দেশটির একাধিক সংবাদমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
এ খবর জানা গেছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে। ৫১ জনকে হত্যা এবং আরও ৪০ জনকে হত্যাচেষ্টার অপরাধে ২০২০ সালের আগস্ট ২৯ বছরের ব্রেন্টন ট্যারান্টকে আজীবন কারাদণ্ড দিয়েছিল দেশটির আদালত।
নিউজিল্যান্ডের ইতিহাসে সবচেয়ে বেশি প্রাণহানির এই বন্দুকহামলার পর প্রথমবারের মতো দেশটির আদালত কাউকে আজীবন কারাবাসের সাজা দেয়।
বিচারক ক্যামেরন মান্ডারের মতে, অপরাধের মাত্রা বিবেচনায় সম্ভাব্য সবচেয়ে কঠিন শাস্তি দেয়া হয়েছে এই হামলাকারীকে।
রায়ের শুনানিতে হামলাকারীর উদ্দেশে মান্ডার বলেছিলেন, ‘আপনার অপরাধগুলো এতটাই খারাপ যে, আপনার মৃত্যুর আগে পর্যন্ত এই শাস্তি এবং ভর্ৎসনা প্রাসঙ্গিকতা হারাবে না।’
২০২১ সালের নভেম্বরে ট্যারান্টের তৎকালীন আইনজীবী টনি এলিস বলেছিলেন আদালতের রায়ের বিরুদ্ধে তিনি আপিলের কথা বিবেচনা করছেন।
বন্দি করার পর জিজ্ঞাবাসাদে ট্যারান্টের সঙ্গে ‘অমানবিক ও অবমাননাকর আচরণ’ করা হয়েছিল জানিয়ে টনি দাবি করেছিলেন, তাকে দোষী সাব্যস্ত করার প্রক্রিয়াটি চাপের কারণে প্রভাবিত হয়েছিল।
আজীবন কারাবাসে দণ্ডিত এই অস্ট্রেলিয়ান নাগরিক ২০১৯ সালের মার্চে জুমার নামাজের জন্য জড়ো হওয়া মুসলমানদের ওপর গণহারে গুলি চালায় এবং তা সামাজিক মাধ্যমে সরাসরি সম্প্রচার করে।