আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে গ্রেপ্তার ভারতীয় মডেল অর্পিতা মুখোপাধ্যায় এবার তার পরিণতির জন্য দুষলেন গ্রেপ্তার পশ্চিমবঙ্গের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। শুধু তিনিই নন, তার মতো আরও অনেকজনই মন্ত্রী পার্থর ঘনিষ্ঠ বান্ধবী বলে দাবি করলেন অর্পিতা।
দেশটির এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তদন্তকারীদের জিজ্ঞাসাবাদে তিনি এমন দাবি করেছেন বলে বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
১০ দিনের জন্য ইডির হেফাজতে আছেন অর্পিতা। একই সময়ের জন্য হেফাজতে থাকছেন পার্থও। রিমান্ডে থাকা অবস্থায় সামনাসামনি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে তাদের।
সূত্র বলছে, অর্পিতা জিজ্ঞাসাবাদে বলেছেন, পার্থ এবং এক নারী আমার বাড়িটাকে একটা ছোট ব্যাংক হিসেবে ব্যবহার করতেন। শুধু আমি না, ওই নারীও তো তার ঘনিষ্ঠ বান্ধবী।
তদন্তকারীদের এই মডেল আরও বলেছেন, সব অর্থ একটা ঘরে লুকিয়ে রাখা হতো। এই ঘরে শুধু পার্থ চট্টোপাধ্যায় এবং তার লোকজন প্রবেশ করতেন।
তবে তার ঘরে রাখা হলেও এসব ব্যাগে ঠিক কী পরিমাণ অর্থ থাকত তা তিনি জানতেন না বলে ইডির তদন্তকারীদের কাছে দাবি করেছেন অর্পিতা।
গত শুক্রবার দক্ষিণ কলকাতায় অর্পিতার ফ্ল্যাট থেকে সাড়ে ২২ কোটি রুপি উদ্ধার করেন ইডি তদন্তকারীরা। শনিবার তাকে গ্রেপ্তার করা হয়।
অর্পিতাকে গ্রেপ্তারের আগে টানা জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয় মন্ত্রী পার্থকে। স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হন মন্ত্রী।
মন্ত্রী পার্থর ঘনিষ্ঠ অর্পিতা দক্ষিণ কলকাতার নাকতলা উদয়ন সংঘের পূজার মডেল হয়ে পরিচিতি পেয়েছিলেন। নাকতলা পার্থ চ্যাটার্জির পূজা বলে সুপরিচিত। এ ছাড়া সাবেক শিক্ষামন্ত্রীর আইনি উপদেষ্টা ছিলেন অর্পিতা মুখোপাধ্যায়।
তার কাছে বিপুল পরিমাণ রুপি কোথা থেকে এলো তদন্তকারীদের সেই প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি এই মডেল।
অর্পিতা মুখোপাধ্যায়ের কাছে গচ্ছিত টাকার সঙ্গে শিক্ষক দুর্নীতি মামলার কোনো সম্পর্ক আছে কি না তা খতিয়ে দেখছেন ইডির তদন্তকারীরা।
গ্রেপ্তারের পর পার্থ ও অর্পিতাকে সোমবার ১০ দিন করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় আদালত। সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির কার্যালয়ে এই জিজ্ঞাসাবাদ হতে পারে।