পাকিস্তান ও চীনের সঙ্গে ভারতের বৈরী সম্পর্ক চলছে। এই বৈরিতার মধ্যেই ভারতের নাগরিকরা দেশটির নাগরিকত্ব ত্যাগ করে পাকিস্তান ও চীনের নাগরিকত্ব নিচ্ছেন।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, ২০২১ সালে দেশটির নাগরিকত্ব ত্যাগ করে ৪১ জন পাকিস্তানের নাগরিকত্ব গ্রহণ করেছেন। ২০২০ সালে সংখ্যাটি ছিল ৭। ২০১৯ সালে একজনও পাকিস্তানের নাগরিকত্ব গ্রহণ করেননি।
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, নাগরিকত্ব ত্যাগের কারণ হিসেবে প্রত্যেকেই ব্যক্তিগত ইচ্ছার কথা বলেছেন।
বিজেপি সরকারের সময় ভারতে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা বেড়েছে। ভারতের নাগরিকত্ব ত্যাগ করে পাকিস্তানের নাগরিকত্ব নেয়া ৪১ জনের ধর্ম কী বা তাদের দেশত্যাগের সঙ্গে ধর্মীয় সংখ্যালঘু নিপীড়নের কোনো সম্পর্ক আছে কি না তা জানা যায়নি।
বিগত কয়েক বছর ধরে চীনের সঙ্গেও ভারতের সম্পর্ক ভালো যাচ্ছে না। সীমান্ত নিয়ে দুই দেশের বিরোধ লেগেই আছে। এই টানাপোড়েনের মধ্যেও ২০২১ সালে ৩৬২ জন ভারতীয় চীনের নাগরিকত্ব নিয়েছেন। ২০২০ সালে ৫৬২ জন এবং ২০১৯ সালে ৫২৬ জন ভারতীয় চীনের নাগরিকত্ব নিয়েছিলেন।
২০২১ সালে ১ লাখ ৬৩ হাজার ৩৭০ জন ভারতীয় বিদেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন। এর মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিয়েছেন ৭৮ হাজার ২৮৪ জন ভারতীয়। অস্ট্রেলিয়ার নাগরিকত্ব নিয়েছেন ২৩ হাজার ৫৩৩ জন। এরপরেই আছে কানাডা, ২১ হাজার ৫৯৭ জন ভারতীয় সেখানকার নাগরিক হয়েছেন।
২০২০ সালে ৮৫ হাজার ২৫৬ জন ও ২০১৯ সালে ১ লাখ ৪৪ হাজার ১৭ জন ভারতের নাগরিকত্ব ত্যাগ করে অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন।