বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

প্রতিরক্ষা তহবিল আত্মসাতের অভিযোগে রুশ কর্মকর্তা গ্রেফতার

  • বাসস   
  • ২৫ আগস্ট, ২০২৫ ২০:২৬

রাশিয়া সোমবার জানিয়েছে, সীমান্তে দুর্গ নির্মাণের জন্য বরাদ্দকৃত তহবিল আত্মসাতের অভিযোগে আঞ্চলিক এক কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। ইউক্রেনের পাল্টা হামলা মোকাবিলায় সামরিক বিপর্যয় সংশ্লিষ্ট দুর্নীতি দমন অভিযানের সর্বশেষ ঘটনা এটি।মস্কো থেকে এএফপি জানিয়েছে, গত বছর ইউক্রেন রাশিয়ার কুরস্ক সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিস্তীর্ণ অঞ্চল দখল করে কয়েক মাস ধরে নিয়ন্ত্রণে রাখে। এই ঘটনায় ক্রেমলিন তাদের আঞ্চলিক কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করে। তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে, তারা ওই অঞ্চলের প্রতিরক্ষা জোরদার করার জন্য যে তহবিল ব্যয় করা উচিত ছিল, তা না করে অর্থ আত্মসাৎ করেছে।তার বস অ্যালেক্সান্ডার খিনস্টাইন টেলিগ্রামে জানিয়েছেন, ‘কুরস্ক অঞ্চলের ভারপ্রাপ্ত ডেপুটি গভর্নর ভ্লাদিমির বাজরভকে গ্রেফতার করা হয়েছে’। তিনি মনে করেন, বাজরভের আগের অর্জনগুলো তার আইন অমান্যের কারণে লাইসেন্স হিসেবে কাজ করতে পারে না।বাজরভ এর আগে বেলগোরোদ অঞ্চলে ডেপুটি গভর্নর হিসেবে কাজ করেছেন। সেখানে ইউক্রেন বেশ কয়েকবার সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা করলেও কখনো সফল হয়নি।খিনস্টাইন বলেন, ‘বাজরভের ভূমিকা তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে অভিযোগটি প্রতিরক্ষামূলক দুর্গ নির্মাণ সংশ্লিষ্ট।’নাম প্রকাশে অনিচ্ছুক আইন প্রয়োগকারী সংস্থার একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘তাস’ জানায়, বাজরভের বিরুদ্ধে এক বিলিয়ন রুবল আত্মসাতের অভিযোগ তদন্তাধীন রয়েছে।

এ বিভাগের আরো খবর