বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বন্দুক হামলা রুখে দিয়ে যুবক পুরস্কৃত

  •    
  • ১৯ জুলাই, ২০২২ ১১:৪১

২২ বছর বয়সী বেসামরিক ডিকেনকে বীর উল্লেখ করে সোমবার গ্রিনউড পুলিশপ্রধান জিম আইসন বলেন, ‘ডিকেনের সময়মতো পাল্টা প্রতিরোধ, সাহসিকতা ও যোগ্যতা আরও অনেক মানুষের প্রাণ বাঁচিয়েছে।’

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের একটি শপিং মলে বন্দুক হামলা রুখে দেয়া যুবককে বীর হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে।

স্থানীয় সময় রোববার রাতে গ্রিনউড পার্ক মলে বন্দুক হামলার ঘটনায় তিনজন নিহত হন। এ সময় এলিসজসা ডিকেন নামের এক যুবকের গুলিতে নিহত হন বন্দুকধারী।

২২ বছর বয়সী বেসামরিক ডিকেনকে বীর উল্লেখ করে সোমবার গ্রিনউড পুলিশপ্রধান জিম আইসন বলেন, ‘ডিকেনের সময়মতো পাল্টা প্রতিরোধ, সাহসিকতা ও যোগ্যতা আরও অনেক মানুষের প্রাণ বাঁচিয়েছে।’

পুলিশপ্রধান বলেন, ‘সামরিক কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী কোনো সংস্থার প্রশিক্ষণ ছাড়াই অত্যন্ত দক্ষতার সঙ্গে নিজের কাছে থাকা অনুমোদিত পিস্তল দিয়ে ডিকেন বন্দুকধারীকে ঘায়েল করেছেন।’

তিনি আরও বলেন, ‘শপিং মলে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি শুরুর দুই মিনিটের মধ্যে পাল্টা প্রতিরোধের মাধ্যমে পরিস্থিতি সামাল দেন ডিকেন।’

ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের গ্রিনউড পার্ক মলে বন্দুক হামলার ঘটনায় তিনজন নিহত হয়েছেন। ছবি: এপি

শুরুতে ডিকেনকে সন্দেহভাজন হিসেবে হাতকড়া পরানো হলেও পরে সিসিটিভির ভিডিওর সঙ্গে তার দেয়া বক্তব্যের মিল পাওয়ায় পুলিশ তাকে ছেড়ে দেয়।

রোববার সন্ধ্যায় ডিকেন তার বান্ধবীর সঙ্গে সেই শপিং মলে ঘুরতে গিয়েছিলেন। এ সময় অতর্কিতে হামলা চালায় বন্দুকধারী। দুই মিনিটের মধ্যে ডিকেনের গুলিতে নিহত হন বন্দুকধারী।

হামলা পরিকল্পনার ভয়াবহতা তুলে ধরে পুলিশপ্রধান বলেন, ‘বন্দুকধারীর কাছে দুটি রাইফেল ও একটি পিস্তল ছিল। তার সঙ্গে থাকা কয়েকটি ম্যাগজিনে ১০০টির বেশি গুলি ছিল। নিহত হওয়ার আগে রাইফেল থেকে দুই মিনিটে ২৪টি গুলি ছুড়তে পেরেছিল হামলাকারী।

তিনি আরও বলেন, ‘গত দুই বছর সুনির্দিষ্ট লক্ষ্যে গুলি করার দক্ষতা নিয়েছিলেন ২০ বছর বয়সী জনাথন ডগলাস সাপিরম্যান নামের ওই যুবক।’

কী হয়েছিল সেই সন্ধ্যায়

ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের শপিং মলে বন্দুক হামলার ঘটনায় তিনজন নিহত হন। এ সময় একজন বেসামরিক নাগরিকের গুলিতে নিহত হন বন্দুকধারী।

ইন্ডিয়ানার গ্রিনউডের মেয়র মার্ক মায়ার্স জানিয়েছেন, স্থানীয় সময় রোববার সন্ধ্যায় দেশটিতে সবশেষ এই বন্দুক হামলায় আরও তিনজন আহত হয়েছেন।

মেয়র বলেন, ‘আজ (রোববার) সন্ধ্যায় আমরা গ্রিনউড পার্ক মলে ব্যাপক গোলাগুলির সময় উপস্থিত হই। এ সময় বন্দুকধারীসহ তিনজন নিহত ও তিনজন আহত হন।’

মায়ার্স আরও বলেন, ‘হামলার সময় একজন সশস্ত্র (লাইসেন্সকৃত অস্ত্রধারী) নাগরিক ওই বন্দুকধারীকে গুলি করে হত্যা করেন।’

হামলার পেছনে তার কী উদ্দেশ্য ছিল তা নিয়ে কোনো মন্তব্য করেনি পুলিশ।

গ্রিনউড পুলিশ তাদের ফেসবুক পেজে একটি পোস্ট শেয়ার করেছে, যাতে হামলার ঘটনায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দিয়ে সহায়তা করার অনুরোধ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার ভয়াবহতা

বন্দুক হামলাবিষয়ক গবেষণা সংস্থা গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী, এটি দেশটিতে সবশেষ বন্দুক হামলার ঘটনা। প্রতি বছর যুক্তরাষ্ট্রে ৪০ হাজার মানুষ বন্দুক হামলা বা গুলিতে নিহত হয়।

এই হামলার দুই সপ্তাহ আগে শিকাগোতে স্বাধীনতা দিবসের শোভাযাত্রায় গত ৪ জুলাই বন্দুক হামলায় নিহত হন সাতজন। আহত হন অন্তত ৪০ জন।

এর আগে মে মাসে নিউ ইয়র্ক সুপারমার্কেট ও টেক্সাসের প্রাথমিক স্কুলে আলাদা বন্দুক হামলায় নিহত হয়েছেন ১০ কৃষ্ণাঙ্গসহ ১৯ শিশু শিক্ষার্থী।

টেক্সাসের প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর হামলার ঘটনায় ফের আলোচনায় উঠে এসেছে দেশটির অস্ত্র নিয়ন্ত্রণ আইন। এমন সব বন্দুক হামলার ঘটনার পরপরই অস্ত্র বন্ধে দাবি জোরালো হয়।

দেশটির সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ৩২ কোটি নাগরিকের হাতে ৩৯ কোটি বন্দুক আছে। এ ঘটনায় উদ্বেগ জানিয়ে একটি প্রতিবেদনও ছেপেছে সিডিসি।

সিডিসির হিসাবে, ২০২০ সালে গুলিতে প্রাণ হারিয়েছে চার হাজার ৩০০ শিশু। তাদের বয়স ১-১৯ বছরের মধ্যে। ২০১৯ সালের চেয়ে যা ৩৩.৪ শতাংশ বেশি।

দেশটির নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভসের আগামী অধিবেশনে স্বয়ংক্রিয় অস্ত্র নিষিদ্ধে নীতিমালা অনুমোদন পেতে পারে।

এ বিভাগের আরো খবর