প্রথমে কলকাতার সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাসভবনে গিয়ে তার মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান। পরে দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু করেন এনডিএ মনোনীত ভারতের রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু।
মঙ্গলবার সকালে তার সঙ্গে বিবেকানন্দের বাসভবনে যান বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সাথে আরও ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল ও অন্য বিজেপি নেতারা।
দুদিনের পশ্চিমবঙ্গ সফরে আসেন দ্রৌপদী মুর্মু। সোমবার সকালে তিনি শিলিগুড়িতে বিজেপি বিধায়ক, সাংসদ ও স্থানীয় নেতৃত্বের সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট নিয়ে বৈঠক করেন। সন্ধ্যায় আবার কলকাতায় আসেন।
মঙ্গলবার বিবেকানন্দের বাড়ি থেকে বেরিয়ে ভারতের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে তিনি আরেকটি বৈঠক করেন।
এই বৈঠক শেষে দ্রৌপদী মুর্মু কলকাতা বিমানবন্দরে যাবেন। সেখান থেকে সিমলার উদ্দেশে রওনা হবেন। সেখানেও তিনি রাষ্ট্রপতি নির্বাচন প্রচারণায় যাচ্ছেন।