ইউক্রেনে হামলার সময় রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে ন্যাটো এর জবাব দিবে বলে সতর্ক করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
তিনি বলেছেন, ‘পুতিন যদি রাসায়নিক অস্ত্র ব্যবহার করেন, তাহলে আমরা এর জবাব দেব। তবে এই জবাবের মাত্রা নির্ভর করবে কীভাবে রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হচ্ছে সেটির ওপরে।’
ইউক্রেন ইস্যুতে বেলজিয়ামের ব্রাসেলসে সামরিক জোট ন্যাটোর এক জরুরি আলোচনায় তিনি এসব কথা বলেন।
বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
এসময় রাশিয়াকে সহযোগিতা করলে চীনকে ‘উল্লেখযোগ্য বিপদে’ পড়তে হবে বলেও সতর্ক করেন বাইডেন।
একই সঙ্গে রাশিয়ার আরও ৪০০ নাগরিক ও সংস্থার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।
বাইডেন বলেন, ‘চীন যদি রাশিয়াকে সহযোগিতা অব্যাহত রাখে, তাহলে দেশটির সঙ্গে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্ক উল্লেখযোগ্য বিপদে পড়বে।’
তিনি বলেন, ‘পুতিন পশ্চিমকে ভাগ করতে ব্যর্থ হয়েছেন। এর আগে কখনও ন্যাটো এভাবে ঐক্যবদ্ধ হয়নি।’
এর আগে ব্রাসেলসে আসার আগে ইউক্রেনে রাশিয়ার রাসায়নিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনাকে ‘বাস্তব হুমকি’ বলে অভিহিত করেন বাইডেন।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর থেকেই পশ্চিমাদের বাধা উপেক্ষা করে পূর্ব ইউরোপের দেশটিতে চলছে রুশ সেনাদের সামরিক অভিযান।
ইউক্রেনকে ‘অসামরিকায়ন’ ও ‘নাৎসিমুক্তকরণ’ এবং দোনেৎস্ক ও লুহানস্কের রুশ ভাষাভাষী বাসিন্দাদের রক্ষা করার জন্যই এমন সামরিক পদক্ষেপ বলে দাবি করে আসছে রাশিয়া। ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়, সম্পূর্ণ বিনা উসকানিতে রাশিয়া হামলা চালিয়েছে। দেশটি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাহায্যের আবেদন জানিয়ে আসছে।