বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইউক্রেনের মসজিদে আটকা ৩০ তুর্কি

  •    
  • ১৮ মার্চ, ২০২২ ০৯:৫৮

শুধু মসজিদেই তুর্কিদের অবস্থান নয়। পুরো মারিওপোল শহরে এখনও প্রায় শতাধিক তুর্কি রয়েছেন। যাদের মধ্যে আছে ৩৪টি শিশু। যদিও শহরটি থেকে ঠিক কতজন তুর্কি বেরিয়ে যেতে পেরেছেন তা এখনও জানা যায়নি।

ইউক্রেনের মারিওপোল দখলে আক্রমণ চালাচ্ছে রুশ সেনারা। ইউক্রেনীয় সেনারাও শহর রক্ষায় লড়ছে প্রাণপণ। এদিকে বেশ কয়েক ধাপে বেসামরিক মানুষ শহর ছাড়লেও এখনও শহরে রয়ে গেছে বহু মানুষ।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৩০ জন তুর্কি শহর থেকে পালাতে না পেরে একটি মসজিদে আশ্রয় নিয়েছেন।

মারিওপোলের সুলতান সুলেমান মসজিদ অ্যাসোসিয়েশনের প্রধান ইসমাইল হ্যাসিওগ্লু জানিয়েছেন, গত দুই দিনে প্রায় ৫০ জন তুর্কি নাগরিক শহর থেকে বেরিয়ে যেতে সক্ষম হয়েছেন। যাদের বেশির ভাগই মসজিদটিতে আশ্রয় চেয়েছিলেন।

সর্বশেষ বুধবার ৮টি গাড়ি মসজিদ ছেড়ে গেছে। চারটি গাড়িতে তুর্কি নাগরিক ছিল ও অন্য ৪টি গাড়িতে অন্য জাতীয়তার মুসলিমরা ছিল। প্রত্যেক গাড়িতে ৭ থেকে ৮ জন লোক ছিল। তাদেরকে আপাতত মধ্য ইউক্রেনে নেয়া হচ্ছে।

হ্যাসিওগ্লু বলেন, তুরস্ক দূতাবাস সব ব্যবস্থা করছে। যদিও কয়েক জায়গায় রুশ সেনাদের বিরুদ্ধে হেনস্তার অভিযোগও এনেছেন হাসিওগ্লু।

মারিওপোল শহর ঘিরে লড়াই তীব্র হলে এই ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে মসজিদটিতেও গোলার আঘাতের খবর জানানো হয়। সে সময় শহরটিতে থাকা তুর্কি নাগরিকদের নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দেয়। যদিও পরে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসগলু জানান, মসজিদটি অক্ষত আছে।

শুধু মসজিদেই তুর্কিদের অবস্থান নয়। পুরো মারিওপোল শহরে এখনও প্রায় শতাধিক তুর্কি রয়েছেন। যাদের মধ্যে আছে ৩৪টি শিশু। যদিও শহরটি থেকে ঠিক কতজন তুর্কি বেরিয়ে যেতে পেরেছেন তা এখনও জানা যায়নি। শহরের পুরো যোগাযোগব্যবস্থা ব্ল্যাকআউটে থাকায় অনেকেই মসজিদ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না।

শহরটিতে এখন কোনো বিদ্যুৎ ও পানি সরবরাহ নেই। রুশ গোলার বিস্ফোরণের শব্দ শোনা যায় শুধু।

ধারণা করা হচ্ছে, এখনও প্রায় ২ থেকে ৩ লাখ মানুষ শহরে আটকা পড়ে আছে। শুধু এই সপ্তাহতেই ৬ হাজার ৫০০ ব্যক্তিগত গাড়িতে প্রায় ৩০ হাজার বেসামরিক মানুষ শহর ছাড়ে।

শহর কর্তৃপক্ষ বলছে, শহরের অবকাঠামোর প্রায় ৪০ শতাংশ এর মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ বিভাগের আরো খবর