ইউক্রেন অভিযানে যোগ দিতে তৈরি রাশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ চেচনিয়া অঞ্চলের কয়েক হাজার বাসিন্দা। ইউক্রেনে রুশ বাহিনীর অভিযানের সমর্থনে শুক্রবার রাস্তায় নেমে আসে হাজার হাজার চেচেন।
চেচনিয়া অঞ্চলের রাজধানী গ্রোজনির কেন্দ্রীয় চত্বরে অন্তত ১২ হাজার স্বেচ্ছাসেবক জড়ো হয়ে পুতিনের পদক্ষেপকে সমর্থন জানায়। অঞ্চলটির নেতা রামজান কাদিরভের নেতৃত্বে হয় সমাবেশ।
কাদিরভ বলেন, ‘এখানে সবাই স্বেচ্ছাসেবক, যারা দেশ ও দেশের জনগণের নিরাপত্তার স্বার্থে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত। আমরা সুপ্রিম কমান্ডার ইন চিফ পুতিনের নির্দেশের অপেক্ষায় আছি।’
চেচেনের ন্যাশনাল পলিসি মিনিস্টার আখমেদ দুদায়েভের বলেন, স্বদেশ রক্ষায় আমরা কতটা প্রস্তুত, তা জানান দেয়াই সমাবেশের উদ্দেশ্য।
‘এটি আমাদের জন্য একটি পরীক্ষা। প্রেসিডেন্ট পুতিনের আদেশ পালনে আমরা কতটা প্রস্তুত তা বোঝাতে এই আয়োজন।’
সেন্ট্রাল গ্রোজনিতে সমবেত চাকরিজীবীদের সামনে দেয়া বক্তব্যে কাদিরভ অবিলম্বে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কিকে পুতিনের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, ‘জেলেনস্কিকে পরামর্শ দিতে চাই। তিনি যেন আমাদের প্রেসিডেন্ট পুতিনকে ফোন করে ক্ষমা চান। ইউক্রেন রক্ষায় এটি করুন। রাশিয়া যেসব শর্ত দেবে, তাতে সম্মত হোন। এটি হবে সবচেয়ে সঠিক এবং দেশপ্রেমিক পদক্ষেপ।’
চেচনিয়া রাশিয়ার বিশেষ সাংবিধানিক অঞ্চল। উত্তর ককেশাসে পূর্ব ইউরোপের দক্ষিণ অংশে কাস্পিয়ান সাগরের কোল ঘেঁষে এর অবস্থান। মুসলিম অধ্যুষিত অঞ্চলটিতে প্রায় ১৪ লাখ মানুষের বসবাস, যাদের বেশির ভাগ চেচেন জাতিগোষ্ঠীর। আছেন কিছু রুশ সংখ্যালঘু গোষ্ঠীর মানুষও।
স্বাধীনতার দাবিতে একসময়ে রাশিয়ার বিরুদ্ধে সশস্ত্র লড়াইয়ে নেমেছিলেন চেচেনরা। তবে তা কঠোর হাতে দমন করে মস্কো।