যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে নিহত কৃষ্ণাঙ্গ ব্রিওনা টেলরের ভাস্কর্যে ভাঙচুর হয়েছে।
ওকল্যান্ডে স্থানীয় সময় শনিবার ভাঙা পাওয়া যায় টেলরের ভাস্কর্যটি।
কে বা কারা এটি ভেঙেছে তা নিশ্চিত হওয়া যায়নি। ওকল্যান্ড পুলিশ সোমবার বিবৃতিতে জানিয়েছে, এই কাজে জড়িতদের খুঁজে বের করতে অভিযান অব্যাহত আছে।
ভাস্কর লিওঁ কারসন একে বর্ণবাদী আগ্রাসন আখ্যায়িত করে ব্রোঞ্জ দিয়ে আরেকটি ভাস্কর্য নির্মাণের ঘোষণা দিয়েছেন।
এই ঘটনাকে আলো ও ন্যায়ের বিরুদ্ধে আগ্রাসন বলছেন ওকল্যান্ডের মেয়র লিব্বি স্কাফ। টুইটে তিনি জানিয়েছেন, ওকল্যান্ডবাসী এ ধরণের আরচণ সহ্য করবে না।
ব্রিওনা টেলর নামের ওই কৃষ্ণাঙ্গ নারী কেন্টাকির লুইসভিল শহরের বাসিন্দা ছিলেন। পেশায় স্বাস্থ্যকর্মী টেলরের বাসায় গত ১৩ মার্চ ভোরে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের গুলিতে মারা যান টেলর।
ওই ঘটনায় করা মামলায় গ্র্যান্ড জুরি জানায়,অভিযানে যাওয়া তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনা হবে না।
এরপরই বিক্ষোভ ছড়িয়ে পড়ে লুইসভিলসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে।
বর্ণবাদের বিরুদ্ধে সংহতি জানাতে ভাস্কর লিওঁ কারসন ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে টেলরের ভাস্কর্যটি নির্মাণ করেন।