বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভারতে পদদলিত হয়ে ৩১ জন নিহত

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ১৬:৪৭

ভারতের দক্ষিণি সিনেমার সুপারস্টার-রাজনীতিবিদ থালাপাতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে প্রায় ৩১ জন নিহত হয়েছে। নিহতের মধ্যে তিন শিশু রয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। গতকাল শনিবার তামিলনাড়ুর করুরে হৃদয়বিদারক এই ঘটনা ঘটে।ভারতের দ্য হিন্দুর প্রতিবেদনে জানা যায়, বিজয়ের চলমান রাজ্য সফরের অংশ হিসেবে এই সভায় বিপুলসংখ্যক মানুষ জড়ো হয়েছিল। সমাবেশে ভিড়ের মধ্যে বেশ কয়েকজন অজ্ঞান হয়ে পড়লে তাদের করুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং নিকটবর্তী বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।করুর মেডিকেল কলেজ হাসপাতালের ডিন আর শান্তিমালার বলেন, ‘এখন পর্যন্ত, সাতজন প্রাপ্তবয়স্ক এবং তিনজন শিশু মারা গেছে। আরও রোগী আসছে এবং অ্যাম্বুলেন্স এখনো আসছে। সম্পূর্ণ বিবরণ সংগ্রহ করতে আমাদের আরও সময় প্রয়োজন।’প্রতিবদেন বলা হয়েছে, নিহতদের মধ্যে প্রাপ্তবয়স্করা ছিলেন বিজয়ের রাজনৈতিক দল ‘তামিলাগা ভেত্রি কাজগম’ (TVK)-এর সমর্থক। তারা অন্তত ছয় ঘণ্টা ধরে সমাবেশে অপেক্ষা করছিলেন, তবে বিজয় দেরি করে সমাবেশস্থলে পৌঁছান।এদিকে, এ ঘটনায় রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এম সুব্রামানিয়ান দ্রুত করুরে পৌঁছেছেন।মুখ্যমন্ত্রী এম কে স্টালিন করুর জেলা সচিব ভি সেন্টিলবালাজিকে পরিস্থিতি তদারকির নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।স্টালিন এক্স-এ দেওয়া তামিল ভাষার পোস্টে লিখেছেন, ‘করুর থেকে আসা খবর উদ্বেগজনক। আমি নির্দেশ দিয়েছি, পদদলিত হওয়ার ঘটনায় অজ্ঞান হয়ে হাসপাতালে ভর্তি হওয়া মানুষদের যেন অবিলম্বে চিকিৎসা দেওয়া হয়।’সম্প্রতি শোবিজ দুনিয়া ছাড়ার ঘোষণা দিয়েছিলেন দক্ষিণী সিনেমার তুমুল জনপ্রিয় নায়ক থালাপাতি বিজয়। জানিয়েছিলেন, মুক্তির অপেক্ষায় থাকা ‘জন নায়ক’ সিনেমাই তার অভিনীত শেষ সিনেমা।জানা যায়, বিজয় ২০২৬-এর তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে লড়াই করতে পারেন। এ লক্ষ্যে গঠন করেছেন একটি রাজনৈতিক দল। অভিনয় ছাড়ার পর সেখানেই পুরোপুরি মনোযোগ দিতে চান বিজয়।

এ বিভাগের আরো খবর