করোনাভাইরাসের উৎস জানতে চীনের উহানে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) একদল বিজ্ঞানী।
জানুয়ারিতে ১০ সদস্যের দলটি সেখানে যাবে।
করোনার উৎস নিয়ে শুরু থেকেই আন্তর্জাতিক তদন্তের বিপক্ষে অবস্থান চীনের। আন্তর্জাতিক বিশেষজ্ঞ দলের পাশাপাশি বিদেশি কাউকেই উহানে প্রবেশের অনুমতি দিচ্ছিল না দেশটির সরকার। এতে করোনার উৎস প্রশ্নে চীনের প্রতি সন্দেহ বাড়ে বিশ্বের অনেক দেশের।
এ অবস্থায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে টানা কয়েক মাসের আলোচনা শেষে উহানে আন্তর্জাতিক দল পাঠানোর অনুমতি দিল বেইজিং।
এপির খবরে বলা হয়, উহানে সার্স সি/ও/ভি-টু ভাইরাসের উৎপত্তি খোঁজা ও তা কীভাবে ছড়িয়েছে তা অনুসন্ধানের পাশপাশি নতুন কোনো প্রাণঘাতী ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে কাজ করবেন বিজ্ঞানীরা।
জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে শুরু করে চার থেকে পাঁচ সপ্তাহ কাজ করবেন ডব্লিউএইচওর এ দল।
গত বছরের ডিসেম্বরে চীনের উহানের একটি জীবন্ত প্রাণী কেনাবেচার মার্কেট থেকে করোনা গোত্রের নতুন ভাইরাসটি ছড়িয়েছে বলে ধারণা করছে পশ্চিমারা। যদিও এ দাবির পক্ষে প্রমাণ দিতে পারেনি কেউ।
বিষয়টি তদন্তে আন্তর্জাতিক দল গঠন করে উহান পরিদর্শনে যাওয়ার অনুমতি চাইলে এতদিন তা দিতে অস্বীকৃতি জানিয়ে আসছিল চীন।