বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রেমডিসিভিরের অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

  •    
  • ২৩ অক্টোবর, ২০২০ ১৭:১৯

এফডিএর ভাষ্য, ক্লিনিকাল পরীক্ষায় দেখা গেছে, রেমডিসিভির সেবনকারী রোগীদের আরোগ্য হতে গড়ে পাঁচ দিন সময় কম লাগে।

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় ভাইরাস প্রতিরোধী ওষুধ রেমডিসিভির ব্যবহারে পুরোপুরি অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।

স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) অনুমোদনটি দেয়।

এফডিএর ভাষ্য, ক্লিনিকাল পরীক্ষায় দেখা গেছে, ভেকলারি (রেমডিসিভিরের ব্র্যান্ড নাম) সেবনকারী রোগীদের আরোগ্য হতে গড়ে পাঁচ দিন সময় কম লাগে।

এফডিএর পক্ষ থেকে বলা হয়, করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া প্রাপ্তবয়স্ক, ১২ বা তদূর্ধ্ব বয়সী শিশু ও কমপক্ষে ৪০ কেজি ওজনের রোগীদের ক্ষেত্রে রেমডিসিভির ব্যবহারের অনুমোদন দেয়া হয়েছে।

এফডিএর কমিশনার স্টিফেন হেন বলেন, ‘বেশ কয়েকটি ক্লিনিক্যাল পরীক্ষা শেষে পাওয়া ডাটার ভিত্তিতে আজকে (বৃহস্পতিবার) রেমডিসিভিরের অনুমোদন দেয়া হয়েছে। এফডিএ ওইসব ডাটা নিবিড়ভাবে পর্যালোচনা করেছে। এসব পর্যালোচনা করোনা মহামারি চিকিৎসায় গুরুত্বপূর্ণ এক বৈজ্ঞানিক মাইলফলক।’

তিনি জানান, হাসপাতালে ভর্তি হওয়া করোনায় মৃদু থেকে তীব্র আক্রান্ত রোগীসহ তিনটি ঢালাও ও নিয়ন্ত্রিত ক্লিনিক্যাল পরীক্ষালব্ধ ডাটা বিশ্লেষণ করে এ সিদ্ধান্ত নেয়া হয়।

এক বিবৃতিতে এফডিএর পক্ষ থেকে বলা হয়, করোনা চিকিৎসায় ভেকলারি প্রথম ওষুধ যা এফডিএর অনুমোদন পেয়েছে।

গত সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, রোগীর সুস্থতায় রেমডিসিভিরের ভূমিকা নেই বললেই চলে।

শুধু যুক্তরাষ্ট্রই মে থেকে জরুরি প্রয়োজনে রেমডিসিভির ব্যবহার করে আসছে।

পাঁচ দিনের কোর্সের রেমডিসিভিরের দাম বেসরকারি বিমাকারীদের ক্ষেত্রে তিন হাজার ১২০ ও সরকারি ক্রেতাদের ক্ষেত্রে দুই হাজার ৩৪০ ডলার।

সম্প্রতি করোনায় আক্রান্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে রেমডিসিভির দেয়া হয়েছিল।

সূত্র: বিবিসি

এ বিভাগের আরো খবর