নোয়াখালীর ভাসানচরে উৎসবমুখর পরিবেশে এই প্রথম ঈদুল ফিতর উদযাপন করছে রোহিঙ্গারা।
শুক্রবার দুটি জামাতে প্রায় সাড়ে চার হাজার রোহিঙ্গা ঈদের নামাজ আদায় করেন।
১ নম্বর ওয়্যার হাউজে স্বাস্থ্যবিধি মেনে সকাল সাড়ে ৭টায় প্রথম ও সাড়ে ৮টার দিকে দ্বিতীয় জামাত হয়। তৃতীয় জামাত হওয়া কথা থাকলেও দুটি জামাতে নামাজ সম্পন্ন হয়ে যায়।
প্রথম জামাতে রোহিঙ্গাদের সঙ্গে পিডি ভাসানচর ও ভাসানচরের সব কর্মকর্তার অংশ নেয়।
ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহে আলম জানান, ঈদুল ফিতর উপলক্ষে ভাসানচরে রোহিঙ্গাদের মাঝে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ঈদের নামাজ সরকারি ও বেসরকারি টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়। জামাত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।
বর্তমানে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে ১৮ হাজার ৪১৬ জন রোহিঙ্গা বসবাস করছে।