কারবালার শোকাবহ পবিত্র আশুরা আজ। বিশ্বের বিভিন্ন প্রান্তের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় স্বাস্থ্যবিধি মেনে দিবসটি পালন হচ্ছে।
বার্তা সংস্থা বাসসের প্রতিবেদনে জানানো হয়েছে, বিদ্যমান করোনা পরিস্থিতিতে কারবালা পালনে রাজধানীসহ দেশব্যাপী সংক্ষিপ্ত কর্মসূচি নেয়া হয়েছে। এ উপলক্ষে রাজধানীতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ।
করোনার কারণে এবার পবিত্র মহররম উপলক্ষে সব ধরনের তাজিয়া মিছিল, শোভাযাত্রা, মিছিল বন্ধ থাকবে।
এ নিয়ে ধর্ম মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৬ আগস্ট ধর্ম মন্ত্রণালয়ের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের বর্তমান প্রেক্ষাপটে সব ধর্মীয় প্রতিষ্ঠানে আগে আরোপিত বিধিনিষেধ বহাল থাকবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পবিত্র মহররম উপলক্ষে সব ধরনের তাজিয়া মিছিল, শোভাযাত্রা, মিছিল বন্ধ থাকবে। তবে যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব অনুসরণ করে আবশ্যক সব ধর্মীয় আচার-অনুষ্ঠান প্রতিপালন হবে।
হিজরি ৬১ সনের ১০ মহররম মহানবী হজরত মোহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসেইন (রা.) এবং তার পরিবার ও অনুসারীরা সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে যান। ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন তারা।
এ ঘটনা স্মরণ করে সারা বিশ্বের মুসলিমরা যথাযোগ্য মর্যাদায় আশুরা পালন করে থাকে।