বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঈদে উষ্ণতম শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর

  •    
  • ১৪ মে, ২০২১ ১২:০২

ব্লিঙ্কেন বলেন, ‘এবারের ঈদুল ফিতরে আমরা আমাদের দানশীলতা, সামাজিকতা, সহযোগিতা ও মমত্বের মূল্যবোধের প্রতি মনোনিবেশ করেছি। বিশ্বব্যাপী এই মহামারির মধ্যে বৃহত্তর জনসমাজের পরিবর্তে পারিবারিক পর্যায়ে উপাসনা ও রোজা পালনে এগিয়ে আসায় আমরা সারা বিশ্বের মুসলমানদের প্রশংসা করি।’

ঈদুল ফিতরে যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বের মুসলমানদের উষ্ণতম শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ফেসবুক পেজে শুক্রবার পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছাবার্তাটি পোস্ট করা হয়।

বার্তায় ব্লিঙ্কেন বলেন, ‘যুক্তরাষ্ট্র ও সারা বিশ্বব্যাপী ঈদুল ফিতর পালনকারী মুসলমানদের আমার উষ্ণতম শুভেচ্ছা জানাচ্ছি।’

তিনি বলেন, ‘এবারের ঈদুল ফিতরে আমরা আমাদের দানশীলতা, সামাজিকতা, সহযোগিতা ও মমত্বের মূল্যবোধের প্রতি মনোনিবেশ করেছি। বিশ্বব্যাপী এই মহামারির মধ্যে বৃহত্তর জনসমাজের পরিবর্তে পারিবারিক পর্যায়ে উপাসনা ও রোজা পালনে এগিয়ে আসায় আমরা সারা বিশ্বের মুসলমানদের প্রশংসা করি।

‘তাদের এই ত্যাগ অলক্ষ্যে চলে যায়নি এবং এর মাধ্যমে সব জনগোষ্ঠীকে সুরক্ষিত ও সুস্থ রাখা সহজ হয়েছে। মহামারির এই শোকাবহ পরিস্থিতির মধ্যে সারা বিশ্বের সম্মুখসারির মুসলমান কর্মীদের অবদানকেও আমরা শ্রদ্ধাভরে স্বীকার করি। তাদের এই নিঃস্বার্থ অবদান আমাদের সকলের জন্য অনুপ্রেরণা।’

মুসলমানদের উদ্দেশে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘…যারা কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন, সহিংসতার কারণে পালিয়ে এসেছেন এবং যারা তাদের এই কঠিন সময়ে সহযোগিতা করেছেন তাদের কথাও আমরা ভুলে যাইনি। তারা আমাদের মনে করিয়ে দিয়েছেন যে, শুধু জীবন বাঁচাতেই নয়; সব মানুষের জন্য মর্যাদা ও সহমর্মিতা পুনরুদ্ধারে বিশেষত এই চরম সংকটকালে আমাদের স্থানীয় ও বৈশ্বিক পর্যায়ে অব্যাহতভাবে কাজ করতে হবে।’

বার্তায় ঈদুল ফিতর উদযাপনের আয়োজন করতে না পারায় দুঃখ প্রকাশ করেন ব্লিঙ্কেন।

তিনি বলেন, ‘মহামারির কারণে এ বছর ঈদুল ফিতর উদযাপনের আয়োজন করতে না পারায় আমি দুঃখ প্রকাশ করছি। তবে আমি বৈচিত্র্যময় মুসলমান জনসমাজের সঙ্গে আমাদের প্রগাঢ় সম্পর্ককে আরও জোরদার ও গভীর করতে সচেষ্ট থাকব। আমি সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক।’

এ বিভাগের আরো খবর