বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ব‌রিশা‌লে দোল উৎসব উদযাপন

  •    
  • ২৮ মার্চ, ২০২১ ১৪:৩৩

সকা‌লে ম‌ন্দি‌রে পূজার মাধ্যমে দোল উৎস‌বের আনুষ্ঠা‌নিকতা শুরু হয়। নগরীর শীতলাখোলা এলাকায় আ‌য়োজন করা হয় ডি‌জে পা‌র্টির। সেখা‌নে অসংখ্য নারী-পুরুষ অংশগ্রহণ ক‌রে বাহা‌রি রঙের খেলায়।

ব‌রিশাল নগরীর বি‌ভিন্ন ম‌ন্দির ও পাড়া-মহল্লায় উদযাপিত হলো দোল উৎসব।

শিশু থে‌কে বয়স্ক সবাই রোববার সকাল থে‌কেই মে‌তে ও‌ঠেন রং খেলায়। আরিবের রঙে রঙিন হয়ে ওঠে বরিশালের আকাশ।

সকা‌লে ম‌ন্দি‌রে পূজার মাধ্যমে দোল উৎস‌বের আনুষ্ঠা‌নিকতা শুরু হয়।

নগরীর শীতলাখোলা এলাকায় আ‌য়োজন করা হয় ডি‌জে পা‌র্টির। সেখা‌নে অসংখ্য নারী-পুরুষ অংশগ্রহণ ক‌রে বাহা‌রি রঙের খেলায়।

শীতলাখোলা এলাকায় দোল উৎস‌বে অংশগ্রহণকারী স্বাগতা দাস ব‌লেন, ‘সনাতন ধর্মাবলম্বী‌দের অবতার শ্রীকৃষ্ণ ও তার সখী রাঁধা দেবী এই দোলপূর্ণিমার দি‌নে রং খেলায় মে‌তে‌ছি‌লেন। এই দি‌নে আমরা প্রতিবছর দোল উৎসব পালন ক‌রি।’

দুর্জয় দাস না‌মে আ‌রেকজন বলেন, ‘এখা‌নে রং খেলতে অ‌নেক লোক এ‌সে‌ছে। আমিও বন্ধু‌দের নি‌য়ে রং খেল‌তে এ‌সে‌ছি।’

এ‌দি‌কে নগরীর শ্রীশ্রী শংকর মঠ, রাধাকৃষ্ণ ম‌ন্দির, রামকৃষ্ণ মিশ‌ন, সরকা‌রি ব্রজ‌মোহন ক‌লেজসহ বি‌ভিন্ন প্রতিষ্ঠানে দোল উৎসব উদযাপিত হয়েছে।

এ বিভাগের আরো খবর