জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে হামলা হয়েছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনের নেতৃত্বে এই হামলা চালানো হয়।
সোমবার সন্ধ্যা ৭টার দিকে এই হামলার ঘটনা ঘটে। হামলায় একজন শিক্ষকসহ ২০ জন আহত হয়েছেন।
রাত ৮টায় এই নিউজ লেখার সময়ও দু’পক্ষে ভেতর ধাওয়া পাল্টা চলছিল।
কোটা সংস্কার দাবিতে সোমবার সন্ধ্যায় জাবি ক্যাম্পাসে মিছিল বের করেন শিক্ষার্থীরা। ছবি: নিউজবাংলা
এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে এলে অতর্কিত হামলা চালান ছাত্রলীগ নেতাকর্মীরা।