বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শীত: রাজশাহীর প্রাথমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ ঘোষণা

  • প্রতিবেদক, রাজশাহী   
  • ২০ জানুয়ারি, ২০২৪ ২৩:৩৭

রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বলেন, ‘কয়েক দিন থেকেই রাজশাহীতে দিনের তাপমাত্রা ৯ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকছে। শনিবার সকালেও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী ৭ দিনের পূর্বাভাসে দিনের তাপমাত্রা আরও কমার আশঙ্কা রয়েছে।’

শীতের তীব্রতা বাড়ার কারণে রাজশাহীর প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার রাতে এই ছুটির ঘোষণা দেয়া হয়েছে।

রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইদুল ইসলাম বলেন, ‘আপাতত প্রাথমিক স্কুল বন্ধ থাকবে শুধু আগামীকাল (আজ) রোববার। তাপমাত্রা এমন পর্যায়ে থেকে গেলে ওইদিন আবার নতুন করে ঘোষণা দেয়া হবে।’

এদিকে রাজশাহী অঞ্চলের মাধ্যমিকের উপ-পরিচালক ডাক্তার শারমিন ফেরদৌস চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে শনিবার বলা হয়, ‘তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ায় ২১ ও ২২ জানুয়ারি রাজশাহীর মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হলো।’

রাজশাহী আবহাওয়া অফিসর তথ্যমতে, রাজশাহীতে শনিবার সকালে সর্বনিম্ন তামপাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এদিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আগামী ৭ দিনে রাজশাহীতে দিনের তাপমাত্রা কমবে।

রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বলেন, ‘রাজশাহীতে গত কয়েক দিন থেকেই দিনের তাপমাত্রা ৯ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকছে। আজ (শনিবার) সকালেও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।’

তিনি বলেন, আগামী ৭ দিনের পূর্বাভাসে দিনের তাপমাত্রা আরও কমার আশঙ্কা রয়েছে। এর মধ্যে দিনের তাপমাত্রা বাড়ার কোনো সম্ভাবনা নেই। ৭ দিন পর বৃষ্টি হয়ে দিনের তাপামাত্রা বাড়তে পারে।’

এ বিভাগের আরো খবর