চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বিশ্ববিদ্যালয়ের সাবেক এক কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বিশ্ববিদ্যালয়ের আইটি ভবনের পেছনের জঙ্গলে মঙ্গলবার বিকেল ৪টার দিকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
৭৫ বছর বয়সী মনির আহমেদ বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরের কর্মচারী হিসেবে অবসর গ্রহণ করেছিলেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূরুল আজিম সিকদার বলেন, ‘মনির আহমেদের মরদেহটি বিকেলে আইটি ভবনের পেছনের জঙ্গলে পাওয়া যায়। লাশ সুরতহালের জন্য পুলিশ নিয়ে গেছে। সঙ্গে তার পরিবারও আছে। পুলিশ আইনি প্রক্রিয়া সম্পন্ন করবে।’
প্রক্টর আরও বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার পরিবার জানান, তিনি গতকাল বিকালে বের হয়েছিল, আর বাসায় ফেরেননি। তিনি নাকি প্রায় সময় বের হতেন এভাবে।’