উদ্বোধনের দুই বছর পর খুলে দেয়া হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল।
পূর্বঘোষণা অনুযায়ী মঙ্গলবার বঙ্গমাতার ৯৩ জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে হলটি খুলে দেয়া হয়।
এ সময় প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।
এর আগে ২০২১ সালের ২৮ সেপ্টেম্বর ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বিশেষায়িত এ ছাত্রী হলটির উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। নানা সীমাবদ্ধতার কারণ দেখিয়ে এতদিন হলটি চালু করতে পারেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সর্বশেষ সিনেট অধিবেশনে এক প্রতিনিধির প্রশ্নের উত্তরে হলটি চালু করার ঘোষণা দেন বিশ্ববিদ্যালয় উপাচার্য।
আয়োজিত অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, ‘উদ্বোধনের পর দিন থেকেই আমরা এ হলটি চালু করতে চেয়েছি। বারবার ইউজিসির কাছে আমরা লোকবলের জন্য চেয়েছি। ইউজিসি আমাদের কোনো লোকবল দেয়নি; এখনও আমরা পাইনি।’
তিনি আরও বলেন, ‘আমি ভেবেছি যেটি উদ্বোধন হয়েছে সেটি এখন সময় এসেছে খুলে দেয়ার। কারণ আমাদের ছাত্রীদের কষ্ট হচ্ছে। তারা বিভিন্ন জায়গায় ডাবলিং থাকছে। আমাদের ছাত্রীদের পড়াশোনার জন্য, গবেষণার জন্য পরিবেশ পাচ্ছে না। তাই আমরা অন্যান্য হল থেকে লোকবল এনে এই হলটি খুলে দিয়েছি।’
বঙ্গমাতার ৯৩ জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মঙ্গলবার হলটি খুলে দেয়া হয়। ছবি: নিউজবাংলা
১৬ কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত পরিবেশবান্ধব স্থাপত্যশৈলী ও প্রযুক্তিতে নির্মিত এ ছাত্রী হলের আয়তন ৫ হাজার ৫৮১ বর্গমিটার। হলটিতে রয়েছে সুইমিংপুল, ইনডোর গেমস, ব্যাডমিন্টন কোর্ট, বিউটি পার্লার, ক্যান্টিন, লন্ড্রি, সৌরবিদ্যুৎসহ নানা আধুনিক সুযোগ-সুবিধা।
বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হলটিতে বৌদ্ধ শিক্ষার্থীদের জন্য ৬০ শতাংশ আসন বরাদ্দ দেয়া হয়েছে, বাকি ৪০ শতাংশ সাধারণ শিক্ষার্থীদের জন্য আসন বরাদ্দ দেয়া হয়েছে। এ হলে ৩১২ ছাত্রীর আবাসন সুবিধা রয়েছে।