বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সীমান্তে বিএসএফের গুলি, যুবক হাসপাতালে

  • প্রতিনিধি, কুমিল্লা   
  • ৩ মে, ২০২৩ ২২:০৩

স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম বলেন, ‘বিকেল সাড়ে ৫টায় ঘাস কাটতে গিয়ে শূন্যরেখায় প্রবেশ করে ফেলেন জালাল। বিষয়টি বুঝতে পেরে তিনি চলে আসার সময় পেছন থেকে গুলি চালায় বিএসএফ সদস্যরা। গুলিবিদ্ধ হয়ে জালাল দৌড়ে লোকালয়ে প্রবেশ করলে স্থানীয়ার তাকে হাসপাতালে পাঠায়।’

ঘাস কেটে বাড়ি ফেরার সময় ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক যুবক আহত হয়েছেন।

গুলিবিদ্ধ জালাল হোসেনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বুড়িচং উপজেলার সীমান্তবর্তী কোদালিয়া গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে।

বুধবার বিকেল সাড়ে ৫টায় কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের জামতলা এলাকায় শূন্যরেখায় এ ঘটনা ঘটে।

৬০ বিজিবির আওতাধীন শংকুচাইল বিওপির নায়েব সুবেদার মনিরুজ্জামান জানান, সীমান্ত পিলার ২০৬৫/৭ সংলগ্ন এলাকায় বুধবার বিকেলে একটি ঘটনা ঘটেছে। তবে গুলির বিষয়টি তদন্ত না করে কিছু বলা যাচ্ছে না। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে বিএসএফ-এর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে।

স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম বলেন, ‘বিকেল সাড়ে ৫টায় গরুর জন্য ঘাস কাটতে গিয়ে শূন্যরেখায় প্রবেশ করে ফেলেন জালাল। বিষয়টি বুঝতে পেরে তিনি চলে আসার সময় পেছন থেকে গুলি চালায় বিএসএফ সদস্যরা।

‘গুলিবিদ্ধ হয়ে জালাল দৌড়ে লোকালয়ে প্রবেশ করলে স্থানীয়ার তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।’

কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সিনিয়র স্টাফ নার্স মো. বোরহান জানান, সন্ধ্যায় গুলিবিদ্ধ এক যুবককে হাসপাতালে আনা হয়। তাকে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, ‘সীমান্তে গুলির ঘটনা শুনেছি। বিজিবির পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।’

এ বিভাগের আরো খবর