ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৫০ লাখ টাকার ‘আলহাজ্ব মকবুল হোসেন ট্রাস্ট ফান্ড’ গঠন করা হয়েছে। এই ফান্ডের আয় থেকে প্রতিবছর বিশ্ববিদ্যালয়ের মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি দেয়া হবে।
ফান্ড গঠনের জন্য প্রয়াত মকবুল হোসেনের স্ত্রী গোলাম ফাতেমা তাহেরা খানম ৫০ লাখ টাকার একটি চেক বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদের কাছে হস্তান্তর করেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপাচার্য লাউঞ্জে এই চেক হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রয়াত আলহাজ্ব মকবুল হোসেনের দুই ছেলে আহসানুল ইসলাম টিটু এমপি ও মজিবুল ইসলাম পান্না, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার এবং বিভিন্ন অনুষদের ডিন উপস্থিত ছিলেন।
উপাচার্য আখতারুজ্জামান প্রয়াত আলহাজ্ব মকবুল হোসেনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে তিনি কাজ করে গেছেন। দেশের শিক্ষা, স্বাস্থ্য, শিল্প ও কৃষি খাতের উন্নয়নেও তিনি অসাধারণ ভূমিকা রেখেছেন।’
সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মকবুল হোসেন ২০২০ সালে মারা যান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এবং ঢাবি সোশ্যাল ওয়েলফেয়ার অ্যালামনাই এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। এই রাজনীতিবিদ দেশে বিভিন্ন হাসপাতাল, শিল্প প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন।