বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খোলার দাবিতে রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ‘ছাত্র-শিক্ষক সমাবেশ’ এর ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এদিন একই দাবিতে সারাদেশে বিক্ষোভ কর্মসূচির হবে বলেও জানান তারা।
শুক্রবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে এ ঘোষণা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আসিফ মাহমুদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সকাল ১১টায় কেন্দ্রীয়ভাবে রাজু ভাস্কর্যে ‘ছাত্র-শিক্ষক সমাবেশ’ এবং সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।
রাজু ভাস্কর্যের কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত থাকবেন ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের হল খোলার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের স্মারকলিপি দেয়ার পরেও হল খোলার বিষয়ে আশ্বাস না পাওয়ায় এই কর্মসূচির ডাকা হয়েছে।
এর আগে ২৬ মে বিকেলে সংবাদ সম্মেলন করে ১২ জুন পর্যন্ত ছুটি বৃদ্ধি নিয়ে শিক্ষামন্ত্রী দিপু মনির বক্তব্য প্রত্যাখ্যান করেন আন্দোলনরা।
পরদিন তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি দেয়ার কর্মসূচি ঘোষণা করেন। স্মারকলিপি দেয়ার পরও বিশ্ববিদ্যালয়ের হল খোলার দাবিতে স্পষ্ট কোনো বক্তব্য না পেলে রোববার থেকে লাগাতার কর্মসূচি ঘোষণার কথাও জানান তারা।
লাগাতার কর্মসূচির অংশ হিসেবেই রোববারের ‘ছাত্র-শিক্ষক সমাবেশ’ ডাকা হয়েছে বলে জানিয়েছেন ‘হল-শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দাও’ আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ।