জুনের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে শিগগিরই সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। নিউজবাংলাকে তিনি এ কথা জানান।
কবে নাগাদ শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে পারে, জানতে চাইলে শিক্ষা উপমন্ত্রী বলেন, ‘এটা শুধু আমাদের একার সিদ্ধান্ত নয়। জাতীয় পরামর্শক কমিটির মতামত অনুযায়ী আমরা সিদ্ধান্ত নেব।’
তিনি আরও বলেন, ‘আমরা জুনকে টার্গেট করছি। পুরো লকডাউন ওঠানো ছাড়া বলা সম্ভব না কবে শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে।’
মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘একটা হিসাবে দেখা গেছে, করোনা পরিস্থিতির কারণে পৃথিবীতে মাত্র ১৪টি দেশে পুরোপুরি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। যেহেতু আমরা অল্প কয়েকটি দেশের মধ্যে একটি, তাই এখন আমরা শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার কথা ভাবছি। এ বিষয়ে শিক্ষামন্ত্রীর ২৫ মে একটি দিকনির্দেশনা দেয়ার কথা রয়েছে।’
করোনাভাইরাসের কারণে গত বছরের ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠান। চলতি বছরের শুরুর দিকে করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে কয়েক দফা শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার সিদ্ধান্ত হলেও শেষ পর্যন্ত তা আর হয়ে ওঠেনি।
শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে আগামী ২৬ মে শিক্ষামন্ত্রী একটি সংবাদ সম্মেলন করবেন।