চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্নাতক ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময় পেছানো হয়েছে। ২২ জুন থেকে পিছিয়ে আগামী ২০ থেকে ২৭ আগস্ট পর্যন্ত ভর্তি পরীক্ষার নতুন সময় নির্ধারণ করা হয়েছে।
বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান।
তিনি বলেন, ‘চলমান পরিস্থিতি বিবেচনা করে পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত হয়েছে। আগামী ২০ আগস্ট থেকে ২৭ আগস্ট পর্যন্ত কয়েক ধাপে পরীক্ষা হবে। ইউনিটভিত্তিক পরীক্ষার তারিখ পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।’
২০২০-২১ শিক্ষাবর্ষে ৪ হাজার ৯২৬টি আসনের বিপরীতে পরীক্ষা দেবে ১ লাখ ৮৩ হাজার ৮৬৩ শিক্ষার্থী। সে হিসাবে প্রতি আসনে লড়বে ৩৭ জন।
এবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১০০ নম্বরে হবে। এ ছাড়া জিপিএর ভিত্তিতে থাকবে ২০ নম্বর। বহুনির্বাচনি পদ্ধতির এই ভর্তি পরীক্ষায় প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। পরীক্ষায় পাসের ন্যূনতম নম্বর ৪০।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৪৮টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউট রয়েছে। এতে ৪ হাজার ৯২৬টি আসন রয়েছে। এর মধ্যে ‘এ’ ইউনিটে ১ হাজার ২১৪টি, ‘বি’ ইউনিটে ১ হাজার ২২১টি, ‘সি’ ইউনিটে ৪৪২টি, ‘ডি’ ইউনিটে ১ হাজার ১৫৭টি আসন রয়েছে। উপ ইউনিটের মধ্যে ‘বি-১’ ইউনিটে ১২৫টি ও ‘ডি-১’ ইউনিটে ৩০টি করে আসন রয়েছে।