চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ২২ জুন থেকে কয়েকটি ধাপে চারটি ইউনিট ও দুইটি উপ-ইউনিটের পরীক্ষা নেয়া হবে। তবে কোন তারিখে কোন ইউনিটের পরীক্ষা হবে সেটি নির্ধারণ করা হয়নি।
সোমবার বেলা দু্ইটার দিকে বিশ্ববিদ্যালয় ডিন কমিটির এক জরুরি সভায় এই তারিখ নির্ধারণ করা হয় বলে জানান বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন এসএম সালামত উল্লা ভূঁইয়া।
সিদ্ধান্ত অনুযায়ী, চারটি ইউনিট ও দুইটি উপ-ইউনিটের পরীক্ষার জন্য তিনটি ধাপে তারিখ নির্ধারণ করা হয়েছে। তা হলো ২২ থেকে ২৪ জুন, ২৮ জুন থেকে ১ জুলাই ও ৫ থেকে ৮ জুলাই।
এসএম সালামত উল্লা ভূঁইয়া বলেন, ‘আমরা ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করেছি। তবে কোন তারিখে কোন ইউনিটের পরীক্ষা হবে তা এখনও চূড়ান্ত হয়নি। আগামী বুধবার এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৪৮টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউট রয়েছে। গত বছর চারটি ইউনিট ও দুইটি উপ ইউনিটের ভর্তি কার্যক্রম হয়েছে। ৪৮টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউটে চার হাজার ৯২৬টি আসনে শিক্ষার্থীরা ভর্তি হন।