বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নতুন অধ্যায়ে কিয়ারা আদভানি

  • বিনোদন ডেস্ক   
  • ১৯ এপ্রিল, ২০২৫ ১৭:৪১

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদভানি আধুনিক নারীদের জন্য প্রিমিয়াম সুগন্ধির ব্র্যান্ড ভেনেসার নতুন অ্যাম্বাসেডর হয়েছেন। এর মধ্য দিয়ে নতুন এক অধ্যায়ের সূচনা করলেন অভিনেত্রী। এ সহযোগিতা ভেনেসার যাত্রায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যার মূল লক্ষ্য হলো নারীর মধ্যে আত্মবিশ্বাস জাগানো এবং তাদের অনুপ্রাণিত করা। কিয়ারা আদভানির মোহনীয় ব্যক্তিত্ব, সাবলীল উপস্থিতি এবং তার খাঁটি আবেগের সঙ্গে ভেনেসার দর্শন পুরোপুরি মিলে যায়। এই জুটি নারীর জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করতে চলেছে বলে মনে করছে ব্র্যান্ড ভেনেসা।

এর আগে ভেনেসার ইতিহাসে বলিউড তারকা কারিনা কাপুর খান ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেছেন। তার সময়ে ব্র্যান্ডটি ব্যাপক সাফল্য অর্জন করেছিল। এবার কিয়ারা আদভানির হাত ধরে ভেনেসা নতুন প্রজন্মের কাছে পৌঁছাতে চায়। কারিনার পর কিয়ারা এ দায়িত্ব গ্রহণ করেছেন এবং তিনি ব্র্যান্ডের বার্তাকে আরও শক্তিশালীভাবে তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে। ভেনেসা তার ঐতিহ্য ও আধুনিকতার এক অনন্য সংমিশ্রণের মাধ্যমে নারীর জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে। এ সহযোগিতা শুধু একটি ব্র্যান্ড ও তারকার মধ্যে সীমাবদ্ধ নয়। এটি নারীর ক্ষমতায়ন এবং তাদের ব্যক্তিত্বের উদযাপনের একটি প্রতীক। কিয়ারার জনপ্রিয়তা ও ভেনেসার গুণমান একসঙ্গে মিলে একটি নতুন ইতিহাস গড়তে চলেছে।

কিয়ারা আদভানি বলিউডে তার স্বতন্ত্র যাত্রার জন্য পরিচিত মুখ। তিনি যেভাবে নিজের ক্যারিয়ার গড়েছেন, তা আত্মবিশ্বাস ও স্বাধীনতার এক উজ্জ্বল উদাহরণ। ভেনেসা যে ব্র্যান্ডটি নারীর ব্যক্তিত্ব ও রুচিকে উদযাপন করে, তার সঙ্গে কিয়ারা আদভানির এ সংযোগ একেবারে স্বাভাবিক। কিয়ারা আদভানি বলেন, সুগন্ধি কেবল একটি গন্ধ নয়; বরং এটি তার ব্যক্তিত্বের একটি অংশ। তিনি বলেন, দিনের বেলা আমি ফ্রেশ ও ফ্লোরাল গন্ধ পছন্দ করি। আর সন্ধ্যায় আমার পছন্দ উষ্ণ অ্যাম্বার নোটের মিশ্রণ। এ সহযোগিতার মাধ্যমে ভেনেসা এমন একটি সুগন্ধি সংগ্রহ আনতে চায়, যা আধুনিক নারীর বহুমুখী জীবনযাপন ও পছন্দের সঙ্গে মানানসই হবে।

ভেনেসার এই নতুন উদ্যোগের মাধ্যমে তারা বাজারে একটি বিশেষ ফ্র্যাগরেন্স কালেকশন উপস্থাপন করতে চায়। এ সংগ্রহটি আধুনিক নারীর জীবনের বিভিন্ন দিক- তাদের শক্তি, সৌন্দর্য এবং স্বতন্ত্রতাকে প্রতিফলিত করবে। কিয়ারা আদভানির সঙ্গে এই পার্টনারশিপ নারীর জন্য আত্মবিশ্বাসের এক নতুন সংজ্ঞা তৈরি করবে বলে আশা করছে সংস্থাটি। কিয়ারা নিজে এই নতুন ভূমিকায় উচ্ছ্বসিত।

অভিনেত্রী বলেন, ভেনেসার সঙ্গে যুক্ত হতে পেরে আমি সত্যিই আনন্দিত। আমার কাছে আত্মবিশ্বাস মানে নিজের সত্যিকারের রূপকে গ্রহণ করা, নিজের শক্তি ও দুর্বলতাকে ভালোবাসা এবং সততার সঙ্গে জীবনযাপন করা। ভেনেসা এই মূল্যবোধকে উৎসাহিত করে, আর আমি এতে বিশ্বাসী।

এ বিভাগের আরো খবর