বছর ঘুরে আবারও এল ২৫ বৈশাখ। বাঙালি সংস্কৃতির অন্যতম প্রধান পুরুষ কবিগুরু-খ্যাত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তী আজ বৃহস্পতিবার। রবীন্দ্রনাথ ঠাকুরের সংগীতের আবেদন অবিস্মরণীয় ও চিরকালীন। বাঙালির স্বাধিকার, বিশেষত স্বাধীনতা সংগ্রামে রবীন্দ্রসংগীত প্রেরণার উৎস। রবীন্দ্রনাথের গান আবহমানকালের বাঙালি সংস্কৃতির মূলধারাকে বিকশিত ও সমৃদ্ধ করে চলেছে। এ দেশের সংস্কৃতমনা মানুষের কাছে রবীন্দ্রসংগীত হয়ে উঠেছে জাতীয় সংস্কৃতি বিকাশের প্রধানতম অবলম্বন ও প্রাতঃস্মরণীয়। বহুমুখী প্রতিভার এই মানুষটির জন্মদিন উপলক্ষে চারপাশে শুরু হয়ে গেছে সাজসাজ রব। রাজধানী ঢাকাসহ সারা দেশের বিভিন্ন জেলা এমনকি মফস্বল শহরগুলোতেও নানা আয়োজনে পালিত হচ্ছে রবীন্দ্র জন্মজয়ন্তী। থিয়েটার পাড়া, বাংলাদেশ বেতার ও বিটিভিসহ দেশের প্রায় সবকটি টিভি চ্যানেলে বিশেষভাবে পালিত হচ্ছে বিশ্বকবির জন্মদিন।
রাজধানীর বাইরে দেশের বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন আয়োজনে পালিত হচ্ছে রবীন্দ্র জন্মবার্ষিকী। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় এবং কুষ্টিয়া জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় জাতীয় পর্যায়ে আজ থেকে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী অনুষ্ঠান। এ বছর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উদযাপনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘রবীন্দ্রনাথ ও বাংলাদেশ’। কুষ্টিয়ার শিলাইদহের রবীন্দ্র কুঠিবাড়িতে এই অনুষ্ঠান আয়োজন করা হবে। আজ সকাল সাড়ে ৯টায় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সভাপতিত্ব করবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান। স্বাগত বক্তব্য প্রদান করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফরহাদ সিদ্দিক এবং স্মারক বক্তব্য প্রদান করবেন অধ্যাপক মনসুর মুসা। পাশপাশি বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে আগামীকাল শুক্রবার দেশের ৭টি বিভাগে বিশ্বকবিকে নিয়ে নানা অনুষ্ঠান আয়োজন করা হবে। অনুষ্ঠানসমূহ সকলের জন্য উন্মুক্ত থাকবে।
কবিগুরুর ১৬৪তম রবীন্দ্রজয়ন্তী স্মরণে জাহিদ রিপনের নির্দেশনায় নাট্যসংগঠন স্বপ্নদলের দেশ-বিদেশে প্রশংসিত দু’টি প্রযোজনা ‘হেলেন কেলার’ এবং ‘চিত্রাঙ্গদা’র যথাক্রমে মঞ্চ ও বাংলাদেশ টেলিভিশনে দুটি বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে মনোড্রামা ‘হেলেন কেলার’-এর মঞ্চায়ন এবং রাত ১১টায় বিটিভিতে কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’র সম্প্রচার হবে। রবীন্দ্রনাথ-হেলেন কেলারের সম্পর্ক নিয়ে ‘হেলেন কেলার’ রচনা করছেন অপূর্ব কুমার কুণ্ডু এবং মহাভারতের উপাখ্যান অবলম্বনে রবীন্দ্রনাথ ঠাকুরের অসামান্য সৃজন কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’। এ ছাড়া দেশের প্রায় সবকটি টিভি চ্যানেলেই থাকছে বিশেষ অনুষ্ঠানমালা।
১৮৬১ খ্রিষ্টাব্দের এই দিনে এবং ১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর এক ধনাঢ্য ও সংস্কৃতিবান পিরালী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন কালজয়ী এ কবি। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। রবীন্দ্রনাথকে ‘গুরুদেব’, ‘কবিগুরু’ ও ‘বিশ্বকবি’ অভিধায় ভূষিত করা হয়।
১৮৮৩ সালে মৃণালিনী দেবীর সঙ্গে তার বিয়ে হয়। ১৮৯০ সাল থেকে রবীন্দ্রনাথ পূর্ববঙ্গের শিলাইদহের জমিদারি এস্টেটে বসবাস শুরু করেন। ১৯০১ সালে তিনি পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন এবং সেখানেই পাকাপাকিভাবে বসবাস শুরু করেন। ১৯৩৭ সালে একবার অচৈতন্য হয়ে গিয়ে আশঙ্কাজনক অবস্থা হয়েছিল কবির। সেবার সেরে উঠলেও ১৯৪০ সালে অসুস্থ হওয়ার পর আর সেরে উঠতে পারেননি। এই সময়পর্বে রচিত রবীন্দ্রনাথের কবিতাগুলো ছিল মৃত্যুচেতনাকে কেন্দ্র করে। মৃত্যুর সাত দিন আগ পর্যন্ত রবীন্দ্রনাথ সৃষ্টিশীল ছিলেন। দীর্ঘ রোগভোগের পর ১৯৪১ সালের ৬ আগস্ট জোড়াসাঁকোর বাসভবনেই শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।