বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সিনেমাপাড়ায় কোরবানি ঈদের আমেজ

  • বিনোদন ডেস্ক   
  • ১৯ এপ্রিল, ২০২৫ ১১:৩০

রোজার ঈদের সিনেমার রেশ এখনো কাটেনি। এবার ঈদে ৬টি সিনেমা মুক্তি পেয়েছে। প্রথম, দ্বিতীয় সপ্তাহ পর তৃতীয় সপ্তাহও প্রায় শেষের পথে। তবুও জমজমাট ঈদের সিনেমাগুলো। বিশেষ করে শাকিব-ইধিকা পালের বরবাদ, সিয়াম-বুবলীর জংলি, আফরান নিশো-তমা মির্জা অভিনীত দাগি সিনেমা এখনো বেশ দর্শক টানছে। তবে শতাধিক প্রেক্ষাগৃহ নিয়ে রীতিমতো দেশজুড়ে ঝড় তুলে দিয়েছে মেহেদী হাসান পরিচালিত শাকিব খানের বরবাদ সিনেমাটি। এখনো ছবিটির টিকিট পেতে বেগ পেতে হচ্ছে দর্শককে। যদিও কোন ছবি কতটা ব্যবসা করছে তার সঠিক তথ্য এখনো পাওয়া যায়নি, তবে দু-একটি ছবি প্রত্যাশা অনুযায়ী ব্যবসা করতে পারছে না। মুক্তির শুরুতেই বেশ কয়েকটি সিনেমা হল থেকে নামিয়ে ফেলা হয়েছে শাকিব খান ও কলকাতার দর্শনা বণিক অভিনীত অন্তরাত্মা সিনেমাাটি। অন্যদিকে প্রত্যাশা অনুযায়ী না হলেও খারাপ যাচ্ছে না আবদুন নূর সজল ও নুসরাত ফারিয়া অভিনীত জ্বীন-৩ ছবিটি।

এদিকে এরই মধ্যে আবারও ঈদের আমেজ সিনেমাপাড়ায়। সিনেমাপাড়া ও বিভিন্ন পরিচালক-প্রযোজকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার ঈদেও মুক্তির তালিকায় রয়েছে প্রায় এক ডজন ছবি। শুরু হয়ে গেছে আসন্ন ঈদুল আজহার সিনেমা মুক্তি দেওয়ার প্রস্তুতি। এখন পর্যন্ত এবারের ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় থাকা সিনেমার মধ্যে রয়েছে তাণ্ডব, নীলচক্র, ইনসাফ, টগর, পিনিক, এশা মার্ডার : কর্মফল ইত্যাদি।

এর মধ্যে পিনিক, নীলচক্রসহ কয়েকটি ছবির শুটিং, ডাবিং এডিটিং শেষ করে মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত করে রাখা হয়েছে। তবে কোরবানি ঈদের অন্যরকম প্রত্যাশিত ছবি শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ সিনেমাটির শুটিং চলছে পুরোদমে। এর মধ্য দিয়ে ‘তুফান’ সাফল্যের পর আবারও পর্দায় জুটি হয়ে আসছেন রায়হান রাফী ও শাকিব খান। সিনেমাটিতে শাকিব খান ছাড়াও একটি বিশেষ চরিত্রে (সাংবাদিক) থাকছেন জয়া আহসান। নায়কের বিপরীতে কে থাকছেন, তা এখনো প্রকাশ্যে আনেননি নির্মাতা। তবে বিশেষ সূত্র মতে এই সিনেমার নায়িকা হিসেবে শেষ পর্যন্ত দেখা যাবে ছোটপর্দার প্রিয় মুখ সাবিলা নূরকেই।

নির্মাতা রায়হান রাফী বলেন, ‘আমাদের শুটিংয়ের কাজ পুরোদমে চলছে। তুফান-এর পর দর্শক এখানে অন্যরকম এক শাকিব খানকে দেখতে পাবে, যেমনটা আগে কখনো দেখেনি। আর কোরবানি ঈদ আমার জন্য খুব লাকি। সেই ধারাবাহিকতায় ‘তাণ্ডব’ কোরবানি ঈদেই আসছে। আর নায়িকা কে সেটা সময় হলেই সবাই জানতে পারবেন। তবে চমক আছে এটুকু বলতে পারি।’

এবার ঈদুল আজহায় দেখা যেতে পারে আরিফিন শুভকেও। দীর্ঘ বছর ঈদে তার দেখা মেলেনি, তবে এবার স্বরূপে হাজির হবেন তিনি। তার অভিনীত ‘নীলচক্র’ সিনেমাটি মুক্তির কথা রয়েছে। মিঠু খান পরিচালিত এ সিনেমায় আরিফিন শুভর সঙ্গে দেখা যাবে মন্দিরা চক্রবর্তীকে।

ঈদ ঘিরে নির্মিত হচ্ছে আরেক সিনেমা ‘ইনসাফ’। ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্যে নির্মাণ শুরু করলেও এখন এটি ঈদুল আজহাকে টার্গেট করেই এগোচ্ছে। ইতোমধ্যে সিনেমাটির ৯৫ ভাগ শুটিং শেষ বলে জানা গেছে। এই সিনেমার মধ্য দিয়ে অনেক দিন পর পর্দায় ফিরছেন শরিফুল রাজ। তার সঙ্গে পর্দায় হাজির হবেন মোশাররফ করিমও। সঞ্জয় সমদ্দার পরিচালিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ।

ঈদুল আজহায় মুক্তি পেতে পারে আদর আজাদ অভিনীত ‘পিনিক’। জাহিদ জুয়েল পরিচালিত এ সিনেমায় আদরের বিপরীতে দেখা যাবে শবনম বুবলীকে।

আলোক হাসান পরিচালিত ‘টগর’ রয়েছে মুক্তির তালিকায়। এই সিনেমায় জুটি হিসেবে দেখা যাবে আদর আজাদ ও পূজা চেরী জুটিকে। এরই মধ্যে সিনেমাটির মুক্তি ঘিরে প্রচারণা শুরু করা হয়েছে।

ঈদুল আজহায় মুক্তির তালিকায় রয়েছে ‘এশা মার্ডার : কর্মফল’ সিনেমাটিও। আসন্ন ঈদে মুক্তির লক্ষ্যে পুরোদমে কাজ চালিয়ে যাচ্ছেন এর নির্মাতা সানী সানোয়ার। মার্ডার মিস্ট্রি গল্পে এই সিনেমাটিতে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন, পূজা ক্রুজ প্রমুখ।

এ বিভাগের আরো খবর