বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বলিউড শাহেনশাহর ৮০

  •    
  • ১১ অক্টোবর, ২০২২ ১৩:৫৪

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটে লেখেন, ‘অমিতাভ বচ্চন জিকে ৮০তম জন্মদিনের শুভেচ্ছা। তিনি ভারতের অন্যতম উল্লেখযোগ্য চলচ্চিত্র ব্যক্তিত্ব যিনি প্রজন্মের পর প্রজন্ম ধরে দর্শকদের মুগ্ধ করেছেন এবং বিনোদন দিয়েছেন। তার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করি।’

৮০ বছরে পা রাখলেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। মঙ্গলবার জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে শুভেচ্ছা-ভালোবাসায় ভাসাচ্ছেন ভক্ত-অনুরাগীরা-শুভাকাঙ্ক্ষীরা।

সোমবার রাত থেকেই মুম্বাইয়ে ‘বিগ বি’র বাংলো ‘জলসা’র বাইরে ভিড় জমাতে শুরু করেন ভক্ত-অনুরাগীরা। তাদের উৎসাহে ঘাটতি পড়তে দেননি অমিতাভও। গভীর রাতেই বাংলো থেকে বেরিয়ে আসেন তিনি। হাতজোড় করে ভালোবাসা, কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও অমিতাভকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। টুইটারে তিনি লেখেন, ‘অমিতাভ বচ্চন জিকে ৮০তম জন্মদিনের শুভেচ্ছা। তিনি ভারতের অন্যতম উল্লেখযোগ্য চলচ্চিত্র ব্যক্তিত্ব যিনি প্রজন্মের পর প্রজন্ম ধরে দর্শকদের মুগ্ধ করেছেন এবং বিনোদন দিয়েছেন। তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করি।’

১৯৬৯ থেকে এখনও পর্যন্ত নিরন্তর বিগ স্ক্রিনের অধিনায়ক তিনি। ওই বছর সাত হিন্দুস্তানি দিয়ে ক্যারিয়ার শুরু করেন অমিতাভ।

১৯৭১ সালে আনন্দ সিনেমার জন্য সহঅভিনেতা হিসেবে পান প্রথম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। ১৯৭৩ সালের জঞ্জির সিনেমার সাফল্য বদলে দেয় অমিতাভের ভাগ্য। সেই থেকেই বলিউডে রাজত্ব করছেন তিনি।

বয়স ৮০ ছুঁলেও অত্যন্ত কর্মব্যস্ত অমিতাভ। এখনও একের পর এক সিনেমায় অভিনয় করে যাচ্ছেন। টেলিভিশনেও নিয়মিত দেখা যায় তাকে।

জন্মদিনের ঠিক আগে মুক্তি পেয়েছে অমিতাভ অভিনীত সিনেমা গুডবাই । আর ৮০ বছরে পা রাখার পর ‘বিগ বি’র প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা হবে উঁচাই । বন্ধুতের গল্পের এই সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে ১১ নভেম্বর।

এ বিভাগের আরো খবর