আয়নাবাজিখ্যাত চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর জন্মদিন শনিবার। আন্দনের এ দিনেই জানানো হলো তার পরিচালিত নতুন সিরিজের মুক্তির তারিখ।
ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এর জন্য অমিতাভ নির্মাণ করেছেন ওয়েব সিরিজ বোধ। সেটি মুক্তি পেতে যাচ্ছে ৪ নভেম্বর।
নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে মুক্তির তারিখ ঘোষণার রিল পোস্ট করে অমিতাভ লিখেছেন, ‘জন্মদিনে জানায়ে দিলাম মুক্তির দিনের কথা’।
সম্প্রতি হইচই প্রকাশ করছেন তাদের সিজন সিক্স এর কনটেন্টের নাম। অডিও-ভিজ্যুয়ালের মাধ্যমে প্রকাশ করা সেই ঘোষণায় দেখা গেছে বোধ সিরিজের কিছু দৃশ্য।
একজন অবসরপ্রাপ্ত বিচারকের গল্প নিয়ে গড়ে উঠেছে সিরিজের গল্প। বিচারকের চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন। তার কণ্ঠে শোনা যায়, ‘বিচারকের চোখে দেখা দুনিয়াটা কেমন’।
গল্পের একটি ধারণা পাওয়া যায় বিচারকের কণ্ঠে। যেখানে তিনি বলেন, ‘এই অন্ধকার ও আলোর দুনিয়ার মাঝে তৈরি হয় বোধ।’
হইচইতে অমিতাভের এটি দ্বিতীয় কাজ। এর আগে বাংলাদেশ থেকে হইচইতে প্রথম কাজ ‘ঢাকা মেট্রো’ নির্মাণ করেছিলেন তিনি।