বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঘরের সব কাজ করছেন করোনায় আক্রান্ত অমিতাভ

  •    
  • ২৮ আগস্ট, ২০২২ ১৪:৫৯

আইসোলেশনে নিজের বিছানা ঠিকঠাক করা, বাথরুম-টয়লেট পরিষ্কার করা, মেঝে মোছা, প্রয়োজনীয় প্লাগ-সুইচ চালু করার মতো অনেক কাজ করতে হচ্ছে অমিতাভ বচ্চনকে।

বলিউডের ‘বিগ বি’ অমিতাভ বচ্চন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানান গত ২৩ আগস্ট। এ নিয়ে দ্বিতীয়বারের মতো ভাইরাসে আক্রান্ত হন তিনি।

নিজের ব্লগে শনিবার ভক্তদের সঙ্গে আইসোলেশনে থাকা নিয়ে নিজের অভিজ্ঞতাও বর্ণনা করেছেন।

আইসোলেশনে থাকা অবস্থায় ঘরের মেঝে থেকে টয়লেট পরিষ্কার, বিছানা ঠিকঠাক, জলখাবার, চা-কফি তৈরির সব কাজ নিজেই করছেন তিনি।

অমিতাভ বচ্চনের সেই ব্লগের কথায় তুলে ধরা হয়েছে বলিউডবাবলের প্রতিবেদনে। তিনি লেখেন, ‘হঠাৎ করে নিজের বিছানা ঠিকঠাক করা, বাথরুম-টয়লেট পরিষ্কার করা, মেঝে মোছা, প্রয়োজনীয় প্লাগ-সুইচ চালু করা, নিজের জলখাবার এবং পানীয় (চা-কফি) তৈরি করা, আলমারিতে পোশাক ভাঁজ করে রাখা, কল এবং মোবাইলে সাড়া দেয়া, নিজের চিঠির খসড়া তৈরি করা…নার্সের সহায়তা ছাড়াই ডাক্তারদের প্রেসক্রিপশনের ওষুধ খাওয়া... সব...।

‘এ সময়ের মধ্যে যা তৈরি হয়েছে এটাই কি জীবন…এবং এটি সবচেয়ে আনন্দদায়ক ও সন্তোষজনক অভিজ্ঞতা।’

২০২০ সালের জুলাইয়ে প্রথমবার করোনায় আক্রান্ত হয়েছিলেন অমিতাভ। সে সময় বেশ কয়েক দিন হাসপাতালে চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন তিনি।

এই মুহূর্তে ‘কৌন বনেগা ক্রোড়পতি’ শোর শুটিং করছিলেন অমিতাভ। শিগগিরই তার অভিনীত সিনেমা ব্রহ্মাস্ত্র মুক্তি পাবে। এতে তার সঙ্গে রণবীর কাপুর, আলিয়া ভাট, নাগার্জুনা এবং মৌনি রায়ও অভিনয় করেছেন।

এ বিভাগের আরো খবর