পদ্মা নদীর বিবর্তন আর পদ্মাপারের মানুষের জীবন-জীবিকা, সংস্কৃতি নিয়েপদ্মাপুরাণ নামে চলচ্চিত্র নির্মাণ করেছেন রাশিদ পলাশ।
প্রেক্ষাগৃহে শুক্রবার মুক্তি পেয়েছে সিনেমাটি। এতে অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছেন নবাগত নায়িকা সাদিয়া মাহি।
ওই দিন বসুন্ধরা শপিং কমপ্লেক্সের স্টার সিনেপ্লেক্সে সিনেমার প্রদর্শনী শেষে অভিনেত্রীর সঙ্গে কথা হয় নিউজবাংলার।
‘বুঝতে পারছিলাম না সিনেমা মুক্তি পাবে কি না’
পদ্মাপুরাণ নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করে সাদিয়া মাহি বলেন, ‘এককথায় বলতে গেলে এখন আমি আমার অনুভূতি প্রকাশ করতে পারব না। কারণ আমি আসলেই চারটা বছরের ফলাফল এখন দেখতে পাচ্ছি। একটা সময় মনে হচ্ছিল সিনেমাটি কখন মুক্তি পাবে, কবে হবে জানি না।
‘যেহেতু সিনেমাটি ২০২০ সালের মার্চের মধ্যে ইচ্ছা ছিল সিনেমাটি মুক্তি দেয়ার, বুঝতে পারছিলাম না সিনেমাটি আসলে মুক্তি পাবে কি না বা সিনেমা হলে মুক্তি পাবে কি না। এই একটা ব্যাপার ছিল, ভয় ছিল।’
তিনি বলেন, ‘এই সিনেমার কারণে আসলে আমি অনেক দিন কাজ থেকে দূরে ছিলাম। অন্য কোনো কাজ করব না বা আমি আগে দেখতে চাচ্ছিলাম দর্শক প্রতিক্রিয়া কী হয়, যেটার জন্য এত দিনের অপেক্ষা। তো এই চার বছরের প্রতিক্রিয়া আমি এখন এ মুহূর্তে বলতে পারব না, তবে অবশ্যই আমি অনেক বেশি এক্সাইটেড (উচ্ছ্বসিত)।
‘প্রথম যখন দেখি, আমি স্ক্রিনে তাকাতে পারছিলাম না। আমি অনেক বেশি নার্ভাস ছিলাম। এখনও নার্ভাস, কিন্তু এত বেশি অ্যাপ্রিসিয়েশন, সবাই এত ভালো বলছে, অবশ্যই আমি খুবই অভিভূত।’
‘হলে আসেন, সিনেমাটা দেখেন’
দর্শকদের সিনেমা হলে গিয়ে পদ্মাপুরাণ দেখার আহ্বান জানিয়ে সাদিয়া মাহি বলেন, ‘পদ্মাপুরাণ তো গতানুগতিক গল্প থেকে একটু আলাদা। একটু আলাদা কিছু দর্শকদের দেয়ার চেষ্টা করেছি। আমি বলব যে আপনারা হলে আসেন; সিনেমাটা দেখেন। অবশ্যই আপনাদের ভালো লাগবে।’
আগামী দিনে সাদিয়া মাহিকে দর্শক নিয়মিত বড় পর্দায় দেখতে পাবেন কি না জানতে চাইলে এ অভিনেত্রী বলেন, ‘অবশ্যই, কেন না? ভালো স্ক্রিপ্ট হলে যদি আমার সঙ্গে যায় বা যারা আমার সঙ্গে কাজ করতে চাইবেন, অবশ্যই করব। ভালো কাজ হলে কেন করব না?’
‘ভালো কাজ দিতে চাই’
পদ্মাপুরাণে ভালো প্রতিক্রিয়া পাওয়ার পর আগামী দিনে কেমন গল্পের সিনেয়ায় কাজ করতে চান, তা জানতে চাওয়া হয় অভিনেত্রীর কাছে।
জবাবে তিনি বলেন, ‘আমার প্রথম সিনেমায় এ ধরনের গল্পে কাজ করেছি। আমি হয়তো বাণিজ্যিক সিনেমায় কাজ করতে পারতাম, কিন্তু আমার কাছে গল্পটা ভালো লেগেছে বিধায় করেছি।
‘একটু আলাদা কাজ করতে চেয়েছি বরাবরই। আমার কাছে বাণিজ্যিক, ভিন্ন ধারার ছবি বলে কিছু নেই। আমার যদি ভালো লাগে, আমার সঙ্গে যায় সবকিছু মিলে, অবশ্যই আমি কাজ করব। আমি কাজ করতে চাই। আমার কাছে আলাদা সিনেমা-গল্প বলে কিছু নেই। আমি কাজ করতে চাই; ভালো কাজ করতে চাই বা ভালো কাজ দিতে চাই।’