বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জীবন দর্শন একটু শীতলই হয়

  • সম্পাদকীয়   
  • ৭ অক্টোবর, ২০২৫ ২৩:০৮

আমরা আমাদের প্রতিদিনের সময়ের একটা বড় অংশ পার করি মোবাইলের সাথে। আর মোবাইলকে দেয়া সময়ের সবচেয়ে বড় অংশ কাটাই সোশ্যাল মিডিয়ার সাথে। এবার একটু ঠাণ্ডা মাথায় ভেবে দেখেন তো, গত এক সপ্তাহে আপনি কয়টা থট প্রভোকিং বা গভীর চিন্তাকে জাগ্রত করে এমন কিছু দেখেছেন বা পড়েছেন? হয়তো আপনি কিছুক্ষণ ভেবে দু’একটা বিষয়ের কথা মনে করতে পারছেন। এবার আরেকটু গভীরভাবে বিশ্লেষণ করলে হয়তো দেখবেন সেগুলাও ঠিক প্রকৃত থট প্রভোকিং বিষয় ছিল না। অথচ খেয়াল করলে দেখতে পাবেন যে গত এক সপ্তাহে অনেক ভাইরাল বিষয় ছিল যেগুলো আপনাকে সত্যিই আন্দোলিত করেছে। কারো স্ট্যাটাস, কারো উপদেশ বাণী, আবার কারো জ্ঞানগর্ভ ভিডিও লাখ লাখ ভিউ বা হাজার হাজার রিয়েকশান পেয়েছে। অনেকে হয়তো ভাবছেন, এতে সমস্যাটা কি? আমরা আজকে সেটা নিয়েই আলোচনা করব যে এসবে আসলেই সমস্যা কোথায় হচ্ছে।

বিখ্যাত ইংলিশ কবি জন কীটসের ‘লামিয়া’ নামের একটা বর্ণনামূলক কবিতা আছে যেটা না পড়ে থাকলে পড়ার অনুরোধ রইলো।কবিতাটি মূলত স্যাড রোম্যান্টিক হলেও কিছু ফিলোসফিক্যাল দিক আছে যেটা উপেক্ষা করা অসম্ভব। লিসিয়াস নামের এক তরুন এক দারুণ সুন্দরীর প্রেমে পড়ে যার নাম লামিয়া। লামিয়াকে একটা জঙ্গলে দেখে লিসিয়াস এতটাই মসগুল হয়ে যায় যে লামিয়ার পরিবার বা বৃত্তান্ত জানার আর প্রয়োজন খুঁজে পায় না। এরপর ওরা সংসার করার সিদ্ধান্ত নেয়। বিয়ের অনুষ্ঠানে অনেকেই আমন্ত্রিত হয় এবং তারা আনন্দে অনুষ্ঠান উদযাপন করতে থাকে। এর মধ্যে একজন ছিল বিজ্ঞ এপলোনিয়াস যে কিনা জানতো যে লামিয়া আসলে একটা রূপধারী সার্পেন্ট বা সাপ। এপলোনিয়াস যখন এটা জানিয়ে দেয় তখন লামিয়া মানুষ থেকে আবার সাপ হয়ে যেয়ে মারা যায়। তখন লিসিয়াস আক্ষেপ করে বলেছিল, ‘ডু নট অল চার্মস ফ্লাই এট দা মেয়ার টাচ অফ কোল্ড ফিলোসফি?’ আসলেই আমাদের জীবনের অনেক আনন্দ, মজা, ফুর্তি যখন দৃঢ় এবং ‘শীতল ফিলোসফির সামনে পরীক্ষা দিতে আসে তখন ফ্যাকাসে হয়ে যায়। এ কারণেই আমরা কখনো কখনো ইচ্ছা করেই জীবনের জটিল ফিলোসফিকে দূরে সরিয়ে রাখতে পছন্দ করি।

গত এক বছরে বেশ কিছু সিনেমা, ওয়েব সিরিজ এবং নাটক দেখেছি। যেগুলো হিট হয়েছে বা বেশি ভিউ পেয়েছে তার বেশিরভাগই থট প্রভোকিং না। এমনকি কিছু কিছু কন্টেন্ট এতটাই দুর্বল যে ভাবতেও অবাক লাগে এসব এত ভিউ পায় কিভাবে। আবার দারুণ থট প্রভোকিং এবং ম্যাসেজ নির্ভর অনেক কন্টেন্ট মুখ থুবড়ে পড়েছে। আমি জানি এখন অনেকেই বলবেন যে বিনোদনের জন্যে নাটক, সিনেমা দেখি; এখানে দর্শন বা ম্যাসেজ থাকার প্রয়োজনীয়তা নেই। সোশ্যাল মিডিয়াতেও একই সমস্যা। দৃষ্টি আকর্ষণের জন্যে কেউ গালাগাল করছে, কেউ ভাত খাচ্ছে, কেউ পানিতে লাফালাফি করছে, কেউ বা ভুলে ভরা জিবন দর্শন দিচ্ছে। সবার একই লক্ষ্য’ অন্যের দৃষ্টি আকর্ষণ করা এবং ভিউ, রিয়েকশান পাওয়া। আমি অনেক শিক্ষিত মানুষকেও বলতে শুনেছি, ‘এমনিতেই আমাদের জীবনে অনেক জটিলতা, তাই সোশ্যাল মিডিয়ায় একটু বিনোদন খুঁজলে দোষের কি? দোষের কিছু কি না জানিনা তবে ভালো জিনিসকে প্রমোট না করে ভুল জিনিসকে প্রমোট করলে সেটা সমাজেরই ক্ষতি। এবং সেই ক্ষতির পরিমানটা যে কত বেশি সেটা সাধারণত আমরা উপলব্ধিই করতে পারি না।

ডিপ থিংকিং বা থট প্রভোকিং কোন কিছু সমাজে নিগৃহীত হয় কিন্তু বাই চান্স না। বরং এটা একটা সিস্টেম্যাটিক এরেঞ্জমেন্ট যেটা প্রভাবশালীরা যুগ যুগ ধরে করে যাচ্ছে। এই মানব সভ্যতার ইতিহাস ঘাটলে দেখবেন যুগে যুগে জ্ঞানী মানুষেরা নিগৃহীত হয়েছেন এমন কি তাদের জীবনটা পর্যন্ত দিতে হয়েছে। আমাদের সমাজে মূলত দুই ধরনের মানুষ বাস করে। বুদ্ধিমান যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শাসন করে এবং সাধারণ যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শোষিত হয়। এর বাইরে আরেক শ্রেণির মানুষ আছে যারা সংখ্যায় খুবই কম কিন্তু তারা হচ্ছে প্রকৃত মেধাবী। এই শ্রেণির মানুষ শাসক বা শোষক কোনোটাই হয় না বরং সমাজের বিবেক হিসেবে কাজ করতে চায়। সমস্যা হচ্ছে এই মেধাবী গ্রুপটাকে চতুর শাসকেরা খুব টেকনিক্যালি নিষ্ক্রিয় করে রাখে অথবা তাদের বিপক্ষে আরেক দুষ্টু বুদ্ধিমান চক্রকে সক্রিয় করে দেয়। এই দুষ্টু বুদ্ধিমানেরা জাতির বিবেক হিসেবে কাজ না করে গৃহপালিত বুদ্ধিজীবী বা সুশীল সমাজের ভূমিকায় অবতীর্ণ হয়। আবার এই শাসক মানে কিন্তু শুধু রাজনৈতিক বা দেশ শাসককে আমি বুঝাইনি।যারা প্রবল অর্থ, ক্ষমতা এবং বুদ্ধিমত্তার সাথে সমাজকে ডমিনেট করছে তাদেরকেও বুঝিয়েছি। একটা উদাহরণ দেই। সোশ্যাল মিডিয়ায় কেন ষ্টুপিড এবং নেগেটিভ কনটেন্ট ভালো এবং থট প্রভোকিং কন্টেন্টের চেয়ে অনেক বেশী প্রোমোশন পায় সেটা কি কখনো ভেবে দেখেছেন? এখানে ডিস্ট্রিবিউশান এলগারিদমের একটা রহস্যজনক ভূমিকা রয়েছে। সমাজ যত ষ্টুপিড বিষয়ে সাধারণ মানুষকে আকৃষ্ট করতে পারবে তত প্রভাবশালীরা নিজেদের শোষণ এবং অন্যায়কে ঢেকে রাখতে পারবে।

ইলেকট্রনিক, প্রিন্টিং বা সোশ্যাল মিডিয়া যেখানেই হোক না কেন যারা নিজের জ্ঞানকে উপস্থাপন করার জন্যে ব্যাস্ত থাকে তারা দ্বিতীয় স্তরের জ্ঞানী মানুষ। বেশীরভাগ ক্ষেত্রেই তারা নিজের বুদ্ধির বিনিময়ে আর্থিক, সামাজিক সুবিধা বা জনপ্রিয়তা অর্জন করতে চায়। এটার একটা বড় নেগেটিভ দিক আছে। প্রকৃত জ্ঞানী মানুষের সান্নিধ্যে এসে সাধারণ মানুষ ইলিউশান অফ আন্ডারস্ট্যান্ডিং থেকে নিজেকে বের করতে পারে না। আমাদের চতুর সমাজ কিছু দুষ্টু বুদ্ধিমানদের সহায়তা নিয়ে আমাদেরকে একটা ভুল উপলব্ধির মধ্যে নিয়ে যায়, আমাদের মধ্যে একটা ইলিউশান তৈরি করে। এই ইলিউশনের প্রভাবে আমরা ভুল জিনিসকে ঠিক মনে করে জিবন পার করে দেই। এখন হয়তো ভাবছেন তাহলে প্রকৃত জ্ঞানী মানুষেরা সাধারণ মানুষকে ইলিউশান অফ আন্ডারস্ট্যান্ডিং থেকে বের করে আনে না কেন? এর প্রধান কারণ আমি আগেই উল্লেখ বলেছি। মিডিয়া, সমাজ, শাসক এরা তাদের প্রমোট করে না। এছাড়া আরেকটা সমস্যা হচ্ছে প্রকৃত জ্ঞানী মানুষেরা ফেইমের পিছনে তো ছুটেই না বরং নিজেদের সমাজ থেকে যথাসম্ভব দূরে সরিয়ে রাখে। এটা নিয়ে অনেক বড় বড় ইউনিভার্সিটি এবং প্রতিষ্ঠান রিসার্চ করেছে। তাদের ফাইন্ডিং হচ্ছে প্রকৃত মেধাবীরা নিজেদের ইন্টারনাল এনালাইসিস এবং উপলব্ধি নিয়ে এত বেশি ব্যস্ত থাকে যে অন্যকে দেয়ার মতো সময় বের করতে পারে না। এছাড়া আরেকটা বড় কারণ হচ্ছে সাধারণ মানুষের স্টুপিডিটি সেসব জ্ঞানীদের জন্যে এত বেশি বিরক্তির কারণ হয় যে তারা নিজেকে গুটিয়ে রাখাকেই শ্রেয় মনে করে। এটা পড়ে হয়তো অনেকেই অসন্তুষ্ট হয়ে গেছেন এবং ভাবছেন যে তারা অহংকারী। আসলে সেটা না। তাদের চিন্তা এবং এনালাইসিস এত বেশি সুক্ষ্ম এবং শক্তিশালী যে স্টুপিডিটি নেয়াটা তাদের জন্যে খুব বেশি ক্লান্তিকর হয়ে যায়। আইনস্টাইন একবার বলেছিলেন, ‘টু থিংস আর ইনফিনিট; ইউনিভার্স এন্ড হিউম্যান স্টুপিডিটি; এন্ড আই এম নট শিওর এবাউট দা ইউনিভার্স’। অর্থাৎ, আইনস্টাইনের মতে এই মহাবিশ্ব এবং মানুষের স্টুপিডি হচ্ছে অসীম যদিও তিনি মহাবিশ্বের অসীমতা নিয়ে সন্দিহান থাকলেও মানুষের অসীম স্টুপিডি নিয়ে কোন রকমের সন্দিহান ছিলেন না।

প্রকৃত জিবন দর্শন কুল বা চার্মিং কিছু না।যেকোন কিছুতে আপনি যখন লজিক এবং রিজনিং খুঁজতে যাবেন তখন দেখবেন অনেক সো কল্ড চার্মিং জিনিস ফ্যাকাসে হয়ে যাচ্ছে। এই সত্য জানার ভয় থেকেও অনেকে বাস্তবতার মুখোমুখি হতে চায় না। কিন্তু নিজের আত্মার শান্তির জন্যে সত্যকে জানতে হবে। ‘কোল্ড ফিলোসফিকে’ মেনে নিতে হবে। নাহলে সত্য এসে যখন লামিয়ার সাপ রূপ উন্মোচন করবে তখন আর মেনে নিতে পারবেন না। সোশ্যাল মিডিয়ায় নিজের ঢোল নিজে বাজানো না বরং আপনার আশে পাশে যেসব প্রকৃত জ্ঞানী নিজেকে আড়াল করে রেখেছে তাঁদেরকে খুঁজে বের করুন। তাঁদের কাছ থেকে জীবনের প্রকৃত মানে খুঁজে নেন। যেসব কথা, কাজ এবং ক্রিয়েটিভিটি আপনার গভীর চিন্তাকে জাগ্রত করতে পারে সেসবে মনোনিবেশ করেন। কিছু সময়ের হালকা বিনোদনের আশায় আপনার ভিতরের রিজনিং ক্ষমতাকে মেরে ফেলবেন না।যারা আমাদেরকে শোষণ করে তাদের চাওয়াই হচ্ছে আমাদের ভিতরের এনালাইটিক্যাল ক্ষমতা নষ্ট হয়ে যাওয়া।

‘দা গ্রেটেস্ট এনিমি অফ নলেজ ইয নট ইগনোরেন্স, ইট ইয দা ইলিউশান অফ নলেজ’।– স্টিফেন হকিংস।

লেখক : কথাশিল্পী ও নাট্যকার।

এ বিভাগের আরো খবর